Ajker Patrika

নাশকতার মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
গ্রেপ্তার আওয়ামী লীগের নেতা হযরত আলী। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার আওয়ামী লীগের নেতা হযরত আলী। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় আওয়ামী লীগের নেতা হযরত আলীকে (৫৪) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তিনি উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গতকাল সোমবার রাতে তাঁর নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত বছরের ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়।

সে মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, হযরত আলী নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত