প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে ব্রিটিশ আমলের সরকারি মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। গত ৪ মাস ধরে মাঠটিতে পানি জমে থাকায় সেখানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
আজ বুধবার সরেজমিন দেখা যায়, মাঠের মধ্যে কোমর পর্যন্ত পানি জমে আছে। পূর্ব-উত্তর কোনের ভাগাড় থেকে ময়লার দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রাচীরের দেওয়ালে জ্বালানির জন্য গোবরের প্রলেপ দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিমে প্রবেশের সিঁড়ি ভেঙে গেছে। ধানের খড় গাদা করে রাখা হয়েছে। পুরো মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে আছে।
বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম (৭৩) বলেন, ব্রিটিশ আমলে মেদিনীপুর জমিদার কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্র ও থানা সদর ছিল বিলমাড়িয়া। ভারতে যাতায়াতের জন্য পদ্মা নদীর তীরে ছিল স্টিমার ঘাট। তখন ফুটবল মাঠ, ক্লাব ও বিনোদন কেন্দ্র স্থাপিত হয়। সর্বশেষ ১৯৯৩ সালে এ মাঠে ফুটবল খেলা হয়। ২০০৫ সালে মাঠ সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণ করা হয়।
পল্লিচিকিৎসক মো. আজম আলী বলেন, পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ রয়েছে। প্রায় ৪ মাস ধরে মাঠের মধ্যে কোমর পানি জমে আছে। এতে বিভিন্ন রোগ ছড়াচ্ছে। পদ্মা নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে মানুষের দুর্ভোগ কমবে।
বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু বলেন, প্রায় তিন একর জায়গায় খেলার মাঠটি অবস্থিত। মাঠ সংস্কারের জন্য ক্রীড়া মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাম্মী আক্তার বলেন, সরেজমিন মাঠটি পরিদর্শন করেছেন। দ্রুত পানি নিষ্কাশনে পদক্ষেপ গ্রহণ করবেন।

নাটোরের লালপুরে ব্রিটিশ আমলের সরকারি মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। গত ৪ মাস ধরে মাঠটিতে পানি জমে থাকায় সেখানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
আজ বুধবার সরেজমিন দেখা যায়, মাঠের মধ্যে কোমর পর্যন্ত পানি জমে আছে। পূর্ব-উত্তর কোনের ভাগাড় থেকে ময়লার দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রাচীরের দেওয়ালে জ্বালানির জন্য গোবরের প্রলেপ দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিমে প্রবেশের সিঁড়ি ভেঙে গেছে। ধানের খড় গাদা করে রাখা হয়েছে। পুরো মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে আছে।
বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম (৭৩) বলেন, ব্রিটিশ আমলে মেদিনীপুর জমিদার কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্র ও থানা সদর ছিল বিলমাড়িয়া। ভারতে যাতায়াতের জন্য পদ্মা নদীর তীরে ছিল স্টিমার ঘাট। তখন ফুটবল মাঠ, ক্লাব ও বিনোদন কেন্দ্র স্থাপিত হয়। সর্বশেষ ১৯৯৩ সালে এ মাঠে ফুটবল খেলা হয়। ২০০৫ সালে মাঠ সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণ করা হয়।
পল্লিচিকিৎসক মো. আজম আলী বলেন, পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ রয়েছে। প্রায় ৪ মাস ধরে মাঠের মধ্যে কোমর পানি জমে আছে। এতে বিভিন্ন রোগ ছড়াচ্ছে। পদ্মা নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে মানুষের দুর্ভোগ কমবে।
বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু বলেন, প্রায় তিন একর জায়গায় খেলার মাঠটি অবস্থিত। মাঠ সংস্কারের জন্য ক্রীড়া মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাম্মী আক্তার বলেন, সরেজমিন মাঠটি পরিদর্শন করেছেন। দ্রুত পানি নিষ্কাশনে পদক্ষেপ গ্রহণ করবেন।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৪ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে