Ajker Patrika

বিলমাড়িয়া ফুটবল মাঠ খেলার অনুপযোগী 

প্রতিনিধি, লালপুর (নাটোর)
বিলমাড়িয়া ফুটবল মাঠ খেলার অনুপযোগী 

নাটোরের লালপুরে ব্রিটিশ আমলের সরকারি মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। গত ৪ মাস ধরে মাঠটিতে পানি জমে থাকায় সেখানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। 

আজ বুধবার সরেজমিন দেখা যায়, মাঠের মধ্যে কোমর পর্যন্ত পানি জমে আছে। পূর্ব-উত্তর কোনের ভাগাড় থেকে ময়লার দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রাচীরের দেওয়ালে জ্বালানির জন্য গোবরের প্রলেপ দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিমে প্রবেশের সিঁড়ি ভেঙে গেছে। ধানের খড় গাদা করে রাখা হয়েছে। পুরো মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। 

বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম (৭৩) বলেন, ব্রিটিশ আমলে মেদিনীপুর জমিদার কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্র ও থানা সদর ছিল বিলমাড়িয়া। ভারতে যাতায়াতের জন্য পদ্মা নদীর তীরে ছিল স্টিমার ঘাট। তখন ফুটবল মাঠ, ক্লাব ও বিনোদন কেন্দ্র স্থাপিত হয়। সর্বশেষ ১৯৯৩ সালে এ মাঠে ফুটবল খেলা হয়। ২০০৫ সালে মাঠ সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। 

পল্লিচিকিৎসক মো. আজম আলী বলেন, পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ রয়েছে। প্রায় ৪ মাস ধরে মাঠের মধ্যে কোমর পানি জমে আছে। এতে বিভিন্ন রোগ ছড়াচ্ছে। পদ্মা নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে মানুষের দুর্ভোগ কমবে। 

বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু বলেন, প্রায় তিন একর জায়গায় খেলার মাঠটি অবস্থিত। মাঠ সংস্কারের জন্য ক্রীড়া মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়েছে। 

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাম্মী আক্তার বলেন, সরেজমিন মাঠটি পরিদর্শন করেছেন। দ্রুত পানি নিষ্কাশনে পদক্ষেপ গ্রহণ করবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত