বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৫০) নামের এক গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সাদেক হোসেন গরু ও ছাগলের ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। তাঁর দুই স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী আশেমা বেগম মানসিক প্রতিবন্ধী এবং দুই কন্যাসন্তানের মা। বর্তমানে তিনি বাবার বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগমের সঙ্গে সাদেক হোসেন চণ্ডীপুর গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। তবে ব্যবসা ও জমির দেখাশোনার কারণে তিনি মাঝে মাঝে আরিফপুরের নিজ বাড়ি এলাকায় যেতেন।
সর্বশেষ মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশ আরিফপুর গ্রামের মকবুলের আমবাগান থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগম ও মেয়ে সাথী আক্তার অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে সাদেক হোসেনকে তাঁর সৎভাই কামাল হোসেন হত্যা করে পালিয়েছে। কামালের বিরুদ্ধে মাদক, হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
বাজুবাঘা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খন্দকার আলালউদ্দিন জানান, ঘটনার সময় তিনি আরিফপুর মোড়ে ছিলেন। সেখান থেকে তিনি আমবাগানে আলো দেখে সঙ্গীদের নিয়ে এগিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় সাদেক হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাদেক হোসেনের সৎভাই কামাল হোসেনের স্ত্রী চায়না, তাঁর ছেলে চন্দন এবং সাদেকের বোন সফেলাকে থানায় নিয়ে গেছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৫০) নামের এক গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সাদেক হোসেন গরু ও ছাগলের ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। তাঁর দুই স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী আশেমা বেগম মানসিক প্রতিবন্ধী এবং দুই কন্যাসন্তানের মা। বর্তমানে তিনি বাবার বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগমের সঙ্গে সাদেক হোসেন চণ্ডীপুর গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। তবে ব্যবসা ও জমির দেখাশোনার কারণে তিনি মাঝে মাঝে আরিফপুরের নিজ বাড়ি এলাকায় যেতেন।
সর্বশেষ মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশ আরিফপুর গ্রামের মকবুলের আমবাগান থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগম ও মেয়ে সাথী আক্তার অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে সাদেক হোসেনকে তাঁর সৎভাই কামাল হোসেন হত্যা করে পালিয়েছে। কামালের বিরুদ্ধে মাদক, হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
বাজুবাঘা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খন্দকার আলালউদ্দিন জানান, ঘটনার সময় তিনি আরিফপুর মোড়ে ছিলেন। সেখান থেকে তিনি আমবাগানে আলো দেখে সঙ্গীদের নিয়ে এগিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় সাদেক হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাদেক হোসেনের সৎভাই কামাল হোসেনের স্ত্রী চায়না, তাঁর ছেলে চন্দন এবং সাদেকের বোন সফেলাকে থানায় নিয়ে গেছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২১ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২২ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৫ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে