Ajker Patrika

গুলি করে টাকা ছিনতাই, পাঁচ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৫: ৫৭
গুলি করে টাকা ছিনতাই, পাঁচ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রকেট এজেন্টকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল। গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে ডাকাতি ও ছিনতাই করেন। গত ১৬ ডিসেম্বর রাতে উল্লাপাড়া উপজেলার রকেট এজেন্ট তরিকুল ইসলাম মোবারক বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। তিনি উপজেলার শ্রীকোলা মোড় পার হয়ে চৌকিদহ সেতুর কাছে পৌঁছালে ডাকাতদল তাঁর গতি রোধ করে। ব্যাগ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তরিকুল বাধা দিলে ডাকাতের দল প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। পরে তরিকুলের বাঁ পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করা হয়। 

পুলিশ সুপার বলেন, মামলা দায়েরের পর পুলিশ সিরাজগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার চার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ভেংড়ী গ্রামে অভিযান চালিয়ে আবু হাসেম নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ওয়ান গুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত