চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

জুনাইদ ইবনে মানাফ। বয়স ২ বছর ৮ মাস। জন্মের পর থেকে স্বাভাবিকভাবে বেড়ে উঠছিল সে। কিন্তু তিন মাস আগে হঠাৎ শারীরিক পরিবর্তন আসে ছোট্ট এই শিশুর জীবনে। ফুটফুটে মানাফের স্বাস্থ্য খারাপ হতে থাকে। একটু হাঁটাহাঁটি করলেই শরীরে ক্লান্তি নেমে আসে। দিন যত যাচ্ছে, মানাফের রোগযন্ত্রণা ততই বাড়ছে।
অবুঝ এই শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন দরিদ্র মা-বাবা। একমাত্র সন্তানকে ঘিরে তাঁদের সংসারে ছিল সুখ। কিন্তু শিশুর রোগশোকে নিরুপায় হয়ে পড়েছেন নৈশপ্রহরী বাবা জামরুল ইসলাম। কী করবেন, কোথায় যাবেন, তা নিয়ে চোখের পানি ফেলে দিন কাটছে তাঁর।
এদিকে কথা বলতে গেলে নিজের সন্তানের চিকিৎসার জন্য কান্নায় ভেঙে পড়েন অসহায় মা মৃধা খাতুন। কারণ, অসুস্থ মানাফের চিকিৎসা করানোর সামর্থ্য নেই জামরুল-মৃধা দম্পতির। বাড়ির ভিটে ছাড়া তাঁদের আর কিছু নেই। নৈশপ্রহরী হিসেবে জামরুল যা বেতন পান, তা দিয়েই চলে সংসার। এ জন্য অর্থাভাবে সন্তানের উন্নত চিকিৎসা করাতে পারছেন না তাঁরা।
গতকাল শনিবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামে গিয়ে দেখা হয় ওই শিশুর পরিবারের সঙ্গে। মানাফের বাবা জামরুল ইসলাম ডাক্তারের বরাত দিয়ে জানান, শিশু মানাফ হার্ডের কনজেনিটাল অ্যানোমালি রোগে আক্রান্ত। সাধারণত মানুষের হার্ট বাম পাশে থাকলেও তার রয়েছে ডান পাশে। সবার হার্টের ভাল্ব চারটি থাকলেও মানাফের রয়েছে তিনটি। এ ছাড়া জন্মগতভাবে হার্টে নানা রকম জটিলতা রয়েছে তার। এ অবস্থায় হার্টের সার্জারি ও উন্নত চিকিৎসার মাধ্যমে মানাফকে সুস্থ করে তোলা সম্ভব। তবে এ জন্য প্রয়োজন ৮-১০ লাখ টাকা।
শিশু মানাফের মা মৃধা খাতুন জানান, মাস তিনেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মানাফ। এরপর তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মডেল হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। ডাক্তার স্বাস্থ্যগত সব পরীক্ষার পর হার্টের ত্রুটির কথা বলেছেন। এখন অর্থাভাবে মানাফকে বাড়িতে নিয়ে এসেছেন।
সংসারে আয়-রোজগারের বিকল্প পথ না থাকায় নৈশপ্রহরী বাবা জামরুল সন্তানের চিকিৎসার খরচ জোগাতে ব্যর্থ। এ জন্য সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়ে প্রতিনিয়ত কাঁদছেন মা মৃধা খাতুন। চিকিৎসা-সহায়তার আকুতি জানিয়ে মানাফের আত্মীয়রাও মানুষের দুয়ারে দুয়ারে হাত বাড়াচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে ডা. শাহাদত হোসেন বলেন, ‘জন্ম থেকেই হার্টর এই সমস্যাকে আমরা কনজেনিটাল অ্যানোমালি বলে থাকি। বর্তমানে আমাদের চিকিৎসাব্যবস্থা অনেক উন্নত। সার্জারির মাধ্যমে শিশু মানাফকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। তবে খরচটা অনেক ব্যয়বহুল।’
শিশু মানাফের চিকিৎসার জন্য কেউ সহযোগিতা করতে চাইলে তার বাবা জামরুল ইসলামের (০১৭৩৩-২১১১৭৬) সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

জুনাইদ ইবনে মানাফ। বয়স ২ বছর ৮ মাস। জন্মের পর থেকে স্বাভাবিকভাবে বেড়ে উঠছিল সে। কিন্তু তিন মাস আগে হঠাৎ শারীরিক পরিবর্তন আসে ছোট্ট এই শিশুর জীবনে। ফুটফুটে মানাফের স্বাস্থ্য খারাপ হতে থাকে। একটু হাঁটাহাঁটি করলেই শরীরে ক্লান্তি নেমে আসে। দিন যত যাচ্ছে, মানাফের রোগযন্ত্রণা ততই বাড়ছে।
অবুঝ এই শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন দরিদ্র মা-বাবা। একমাত্র সন্তানকে ঘিরে তাঁদের সংসারে ছিল সুখ। কিন্তু শিশুর রোগশোকে নিরুপায় হয়ে পড়েছেন নৈশপ্রহরী বাবা জামরুল ইসলাম। কী করবেন, কোথায় যাবেন, তা নিয়ে চোখের পানি ফেলে দিন কাটছে তাঁর।
এদিকে কথা বলতে গেলে নিজের সন্তানের চিকিৎসার জন্য কান্নায় ভেঙে পড়েন অসহায় মা মৃধা খাতুন। কারণ, অসুস্থ মানাফের চিকিৎসা করানোর সামর্থ্য নেই জামরুল-মৃধা দম্পতির। বাড়ির ভিটে ছাড়া তাঁদের আর কিছু নেই। নৈশপ্রহরী হিসেবে জামরুল যা বেতন পান, তা দিয়েই চলে সংসার। এ জন্য অর্থাভাবে সন্তানের উন্নত চিকিৎসা করাতে পারছেন না তাঁরা।
গতকাল শনিবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামে গিয়ে দেখা হয় ওই শিশুর পরিবারের সঙ্গে। মানাফের বাবা জামরুল ইসলাম ডাক্তারের বরাত দিয়ে জানান, শিশু মানাফ হার্ডের কনজেনিটাল অ্যানোমালি রোগে আক্রান্ত। সাধারণত মানুষের হার্ট বাম পাশে থাকলেও তার রয়েছে ডান পাশে। সবার হার্টের ভাল্ব চারটি থাকলেও মানাফের রয়েছে তিনটি। এ ছাড়া জন্মগতভাবে হার্টে নানা রকম জটিলতা রয়েছে তার। এ অবস্থায় হার্টের সার্জারি ও উন্নত চিকিৎসার মাধ্যমে মানাফকে সুস্থ করে তোলা সম্ভব। তবে এ জন্য প্রয়োজন ৮-১০ লাখ টাকা।
শিশু মানাফের মা মৃধা খাতুন জানান, মাস তিনেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মানাফ। এরপর তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মডেল হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। ডাক্তার স্বাস্থ্যগত সব পরীক্ষার পর হার্টের ত্রুটির কথা বলেছেন। এখন অর্থাভাবে মানাফকে বাড়িতে নিয়ে এসেছেন।
সংসারে আয়-রোজগারের বিকল্প পথ না থাকায় নৈশপ্রহরী বাবা জামরুল সন্তানের চিকিৎসার খরচ জোগাতে ব্যর্থ। এ জন্য সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়ে প্রতিনিয়ত কাঁদছেন মা মৃধা খাতুন। চিকিৎসা-সহায়তার আকুতি জানিয়ে মানাফের আত্মীয়রাও মানুষের দুয়ারে দুয়ারে হাত বাড়াচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে ডা. শাহাদত হোসেন বলেন, ‘জন্ম থেকেই হার্টর এই সমস্যাকে আমরা কনজেনিটাল অ্যানোমালি বলে থাকি। বর্তমানে আমাদের চিকিৎসাব্যবস্থা অনেক উন্নত। সার্জারির মাধ্যমে শিশু মানাফকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। তবে খরচটা অনেক ব্যয়বহুল।’
শিশু মানাফের চিকিৎসার জন্য কেউ সহযোগিতা করতে চাইলে তার বাবা জামরুল ইসলামের (০১৭৩৩-২১১১৭৬) সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১২ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪৩ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে