বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসেন শরিফ মনিরের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের করতোয়া ক্রীড়া সংঘ নামের একটি ক্লাবের সাবেক সভাপতি।
ক্লাবের সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে সংগঠনের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করে তাঁর নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে টাকা জমা করে আত্মসাৎ করেন।
টাকা আত্মসাতের ঘটনায় শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন করতোয়া ক্রীড়া সংঘের বর্তমান সভাপতি মাহমুদ হাসান মুরাদ।
মুরাদ জানান, তিনি করতোয়া ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক এবং হোসেন শরিফ মনির সভাপতি ছিলেন। অগ্রণী ব্যাংক সেনানিবাস শাখায় তাঁদের যৌথ স্বাক্ষরে ক্লাবের হিসাব পরিচালনা হয়ে আসছিল।
সম্প্রতি বগুড়া-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ কাজে করতোয়া ক্রীড়া সংঘের জায়গাসহ স্থাপনা সরকার অধিগ্রহণ করেন। অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৩০ লাখ ১০ হাজার ২৩০ টাকা গত ১৩ এপ্রিল অগ্রণী ব্যাংক সেনানিবাস শাখায় ক্লাবের হিসাব নম্বরে স্থানান্তর হয়। ক্লাবের সভাপতি হোসেন শরিফ মনির ওই দিনই সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে ৩০ লাখ টাকা উত্তোলন করে তাঁর ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান তাফিম স্যানেটারির হিসাব নম্বরে স্থানান্তর করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন ব্যাংকে খোঁজ নিতে গেলে তাঁর স্বাক্ষর জাল করে টাকা স্থানান্তরের বিষয়টি জানতে পারেন। পরে মিটিং ডেকে সভাপতি পদ থেকে হোসেন শরিফ মনিরকে অব্যাহতি দেওয়া হয়। সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার পরে হোসেন শরিফ মনির টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। এ কারণে ২ আগস্ট শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও করতোয়া ক্রীড়া সংঘের সাবেক সভাপতি হোসেন শরিফ মনির আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সংগঠনের অনেকের কাছে টাকা পাই। তারা আমার সঙ্গে হিসাবে না বসার কারণে ৩০ লাখ টাকা স্থানান্তর করেছি। আমার নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমাকে থানায় ডাকা হয়েছে, সেখানে আমার বক্তব্য জানাব।’
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য হোসেন শরিফ মনিরকে থানায় ডাকা হয়েছে।

বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসেন শরিফ মনিরের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের করতোয়া ক্রীড়া সংঘ নামের একটি ক্লাবের সাবেক সভাপতি।
ক্লাবের সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে সংগঠনের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করে তাঁর নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে টাকা জমা করে আত্মসাৎ করেন।
টাকা আত্মসাতের ঘটনায় শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন করতোয়া ক্রীড়া সংঘের বর্তমান সভাপতি মাহমুদ হাসান মুরাদ।
মুরাদ জানান, তিনি করতোয়া ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক এবং হোসেন শরিফ মনির সভাপতি ছিলেন। অগ্রণী ব্যাংক সেনানিবাস শাখায় তাঁদের যৌথ স্বাক্ষরে ক্লাবের হিসাব পরিচালনা হয়ে আসছিল।
সম্প্রতি বগুড়া-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ কাজে করতোয়া ক্রীড়া সংঘের জায়গাসহ স্থাপনা সরকার অধিগ্রহণ করেন। অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৩০ লাখ ১০ হাজার ২৩০ টাকা গত ১৩ এপ্রিল অগ্রণী ব্যাংক সেনানিবাস শাখায় ক্লাবের হিসাব নম্বরে স্থানান্তর হয়। ক্লাবের সভাপতি হোসেন শরিফ মনির ওই দিনই সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে ৩০ লাখ টাকা উত্তোলন করে তাঁর ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান তাফিম স্যানেটারির হিসাব নম্বরে স্থানান্তর করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন ব্যাংকে খোঁজ নিতে গেলে তাঁর স্বাক্ষর জাল করে টাকা স্থানান্তরের বিষয়টি জানতে পারেন। পরে মিটিং ডেকে সভাপতি পদ থেকে হোসেন শরিফ মনিরকে অব্যাহতি দেওয়া হয়। সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার পরে হোসেন শরিফ মনির টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। এ কারণে ২ আগস্ট শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও করতোয়া ক্রীড়া সংঘের সাবেক সভাপতি হোসেন শরিফ মনির আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সংগঠনের অনেকের কাছে টাকা পাই। তারা আমার সঙ্গে হিসাবে না বসার কারণে ৩০ লাখ টাকা স্থানান্তর করেছি। আমার নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমাকে থানায় ডাকা হয়েছে, সেখানে আমার বক্তব্য জানাব।’
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য হোসেন শরিফ মনিরকে থানায় ডাকা হয়েছে।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে