বগুড়া প্রতিনিধি

বগুড়ায় জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সালিসে গিয়ে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ একই পরিবারের ৫ জন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনের হামলার এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন বগুড়া পৌর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অরুণ, তার বাবা ইদ্রিস আলী মৃধা, অরুণের মেজো ভাই ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজ মাহমুদ কাওছার, ছোটভাই মোহাম্মদ আলী ও অরুণের ছেলে শাওন মৃধা। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতাপলে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু পাইকাড় আজকের পত্রিকাকে বলেন, মৃধাপাড়ার শাহীন মৃধার সঙ্গে তার প্রতিবেশী আবুল কালামের বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। শাহীন বিষয়টি নিষ্পত্তির জন্য কাউন্সিলর অফিসে অভিযোগ করেন। একারণে উভয়পক্ষকে শনিবার সকালে ডাকা হয়েছিল। বৈঠক চলাকালে উভয়পক্ষ হট্টগোল শুরু করলে তাদের জানিয়ে দেওয়া হয় এভাবে সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ কারণে তারা কার্যালয় থেকে বের হয়ে যান।
কার্যালয়ের সামনের রাস্তায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় কুপিয়ে ও ছুরিকাঘাতে ৫ জন আহত হন। হামলার শিকার ৫ জনই বিবাদী আবুল কালামের পক্ষের লোক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে কাউছারের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই পুলিশ সেখানে গিয়ে হামলাকারীদের শনাক্ত করতে কাজ শুরু করে। ইতিমধ্যে হামলার সময়ের একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

বগুড়ায় জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সালিসে গিয়ে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ একই পরিবারের ৫ জন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনের হামলার এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন বগুড়া পৌর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অরুণ, তার বাবা ইদ্রিস আলী মৃধা, অরুণের মেজো ভাই ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজ মাহমুদ কাওছার, ছোটভাই মোহাম্মদ আলী ও অরুণের ছেলে শাওন মৃধা। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতাপলে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু পাইকাড় আজকের পত্রিকাকে বলেন, মৃধাপাড়ার শাহীন মৃধার সঙ্গে তার প্রতিবেশী আবুল কালামের বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। শাহীন বিষয়টি নিষ্পত্তির জন্য কাউন্সিলর অফিসে অভিযোগ করেন। একারণে উভয়পক্ষকে শনিবার সকালে ডাকা হয়েছিল। বৈঠক চলাকালে উভয়পক্ষ হট্টগোল শুরু করলে তাদের জানিয়ে দেওয়া হয় এভাবে সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ কারণে তারা কার্যালয় থেকে বের হয়ে যান।
কার্যালয়ের সামনের রাস্তায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় কুপিয়ে ও ছুরিকাঘাতে ৫ জন আহত হন। হামলার শিকার ৫ জনই বিবাদী আবুল কালামের পক্ষের লোক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে কাউছারের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই পুলিশ সেখানে গিয়ে হামলাকারীদের শনাক্ত করতে কাজ শুরু করে। ইতিমধ্যে হামলার সময়ের একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে