নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে ঘুমের মধ্যে এক গৃহবধূর মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার সন্ধ্যায় ওই গৃহবধূ তাঁর ভাশুর-শ্বশুরসহ তিনজনকে আসামি করে সাপাহার থানায় মামলা করেছেন। মামলার পর গতকাল বৃহস্পতিবার রাতে গৃহবধূর শ্বশুর ও ভাশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার আইহাই ইউনিয়নের দীঘিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গৃহবধূর শ্বশুর আইহাই দীঘিপাড়া গ্রামের আশরাফ আলী ও ভাশুর মোশারফ হোসেন।
থানার পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফ আলীর ছেলে জোবায়েরের সঙ্গে ওই মেয়ের চার বছর আগে বিয়ে হয়। জোবায়ের কাজের সুবাদে বাইরে থাকেন। তাঁর স্ত্রী কখনো বাবার বাড়ি কখনো শ্বশুরবাড়িতে থাকতেন। সম্প্রতি ওই গৃহবধূ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসেন। মঙ্গলবার রাতে তাঁর ছোট ননদকে সঙ্গে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান তাঁর মাথার চুল কেটে ফেলা হয়েছে।
এ ঘটনা নিয়ে রাতেই ওই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গৃহবধূর বাগ্বিতণ্ডা হয়। পরে গৃহবধূ এসব ঘটনা বাবার বাড়িতে জানান। এরপর তাঁর মা এসে তাঁকে বাড়িতে ফেরত নিতে চাইলে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন তাতে বাধা দেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গৃহবধূকে তাঁর মায়ের জিম্মায় দেয়।
ওই গৃহবধূ বলেন, ‘রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। মধ্যরাতে ঘুম থেকে উঠে দেখি মাথার চুল মেঝেতে পড়ে আছে। এরপর রাতেই বিষয়টি শ্বশুর-শাশুড়িকে জানালে উল্টো আমাকেই নানা রকম বাজে কথা বলেন তাঁরা। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
গৃহবধূর মা জানান, ‘ঘটনা জানার পর মেয়েকে সেখান থেকে নিয়ে আসতে চাইলে তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা বাধা দেন। পরে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে থানায় মামলা করা হয়েছে।’
এ বিষয়ে গৃহবধূর শ্বশুর আশরাফ আলী দাবি করেছেন, ‘ছেলের অবর্তমানে তাঁদের পরিবারের লোকজনকে হয়রানি করতে ছেলের বউ এসব করছেন।’
ওসি তারেকুর রহমান সরকার বলেন, ওই গৃহবধূ বাদী হয়ে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে মাথার কিছু কাটা চুল উদ্ধার হয়েছে। মামলার আসামি আশরাফ আলী ও মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নওগাঁর সাপাহারে ঘুমের মধ্যে এক গৃহবধূর মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার সন্ধ্যায় ওই গৃহবধূ তাঁর ভাশুর-শ্বশুরসহ তিনজনকে আসামি করে সাপাহার থানায় মামলা করেছেন। মামলার পর গতকাল বৃহস্পতিবার রাতে গৃহবধূর শ্বশুর ও ভাশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার আইহাই ইউনিয়নের দীঘিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গৃহবধূর শ্বশুর আইহাই দীঘিপাড়া গ্রামের আশরাফ আলী ও ভাশুর মোশারফ হোসেন।
থানার পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফ আলীর ছেলে জোবায়েরের সঙ্গে ওই মেয়ের চার বছর আগে বিয়ে হয়। জোবায়ের কাজের সুবাদে বাইরে থাকেন। তাঁর স্ত্রী কখনো বাবার বাড়ি কখনো শ্বশুরবাড়িতে থাকতেন। সম্প্রতি ওই গৃহবধূ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসেন। মঙ্গলবার রাতে তাঁর ছোট ননদকে সঙ্গে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান তাঁর মাথার চুল কেটে ফেলা হয়েছে।
এ ঘটনা নিয়ে রাতেই ওই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গৃহবধূর বাগ্বিতণ্ডা হয়। পরে গৃহবধূ এসব ঘটনা বাবার বাড়িতে জানান। এরপর তাঁর মা এসে তাঁকে বাড়িতে ফেরত নিতে চাইলে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন তাতে বাধা দেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গৃহবধূকে তাঁর মায়ের জিম্মায় দেয়।
ওই গৃহবধূ বলেন, ‘রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। মধ্যরাতে ঘুম থেকে উঠে দেখি মাথার চুল মেঝেতে পড়ে আছে। এরপর রাতেই বিষয়টি শ্বশুর-শাশুড়িকে জানালে উল্টো আমাকেই নানা রকম বাজে কথা বলেন তাঁরা। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
গৃহবধূর মা জানান, ‘ঘটনা জানার পর মেয়েকে সেখান থেকে নিয়ে আসতে চাইলে তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা বাধা দেন। পরে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে থানায় মামলা করা হয়েছে।’
এ বিষয়ে গৃহবধূর শ্বশুর আশরাফ আলী দাবি করেছেন, ‘ছেলের অবর্তমানে তাঁদের পরিবারের লোকজনকে হয়রানি করতে ছেলের বউ এসব করছেন।’
ওসি তারেকুর রহমান সরকার বলেন, ওই গৃহবধূ বাদী হয়ে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে মাথার কিছু কাটা চুল উদ্ধার হয়েছে। মামলার আসামি আশরাফ আলী ও মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৫ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে