জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। এতে সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম তালুকদার তরুণ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহনূর রহমান শাহিন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শেষ হয়। এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার আব্দুর রহমান।
জানা যায়, এই নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার তরুণ। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি পেয়েছেন ৮১ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী শাহনূর রহমান শাহিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে ১০টিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। আর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে কেবল যুগ্ম-সম্পাদক পদে খলিলুর রহমান মণ্ডল জয়ী হয়েছেন।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার আব্দুর রহমান জানান, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির তালিকাভুক্ত ১৯৭ জন ভোটারের মধ্যে ১৯১ জন ভোট দেন। পরে ভোট গণনা করে এই ফলাফল ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি পদে আইযুব আলী, অর্থ সম্পাদক পদে এ কে এম আবু সুফিয়ান পলাশ, প্রচার ও গ্রন্থাগার সম্পাদক পদে রিনাত রেদৌসী রিনি, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মামুনুর রশীদ, নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মোমিন হামিদুল, সদস্য পদে নুরে আলম সিদ্দিকী, শহিদুল ইসলাম এবং গোলাম মওদুদ শাহরিয়ার।

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। এতে সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম তালুকদার তরুণ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহনূর রহমান শাহিন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শেষ হয়। এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার আব্দুর রহমান।
জানা যায়, এই নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার তরুণ। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি পেয়েছেন ৮১ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী শাহনূর রহমান শাহিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে ১০টিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। আর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে কেবল যুগ্ম-সম্পাদক পদে খলিলুর রহমান মণ্ডল জয়ী হয়েছেন।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার আব্দুর রহমান জানান, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির তালিকাভুক্ত ১৯৭ জন ভোটারের মধ্যে ১৯১ জন ভোট দেন। পরে ভোট গণনা করে এই ফলাফল ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি পদে আইযুব আলী, অর্থ সম্পাদক পদে এ কে এম আবু সুফিয়ান পলাশ, প্রচার ও গ্রন্থাগার সম্পাদক পদে রিনাত রেদৌসী রিনি, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মামুনুর রশীদ, নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মোমিন হামিদুল, সদস্য পদে নুরে আলম সিদ্দিকী, শহিদুল ইসলাম এবং গোলাম মওদুদ শাহরিয়ার।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
১ ঘণ্টা আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২ ঘণ্টা আগে