লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে দেশীয় অস্ত্রসহ ৮টি তাজা গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় জেলা ছাত্রদলের সহসভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান আরিফ (৩২) ও বালিতিতা ইসলামপুর গ্রামের বাসিন্দা শাকিব আলী (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মো. আলম মণ্ডলের (৫০) সঙ্গে তাঁর স্ত্রী বেলির বিরোধ চলে আসছিল। গতকাল রাতে বিষয়টি নিষ্পত্তির জন্য আলম মণ্ডলের বাড়িতে শ্যালক শাকিবসহ কয়েকজন যান। তবে মীমাংসা না হয়ে উল্টো সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় বেলির চাচাতো ভাই শাকিবকে বাড়িতে আটকে রাখা হয়। ছাত্রদল নেতা মেহেদী হাসান আরিফ ও তাঁর সহযোগীরা আগ্নেয়াস্ত্রসহ তাঁদের উদ্ধার করতে যান। একপর্যায়ে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীকালে বিষয়টি জানাজানি হলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ৮টি তাজা গুলি উদ্ধার করে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল হাসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছেন। কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হবে। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, আলমের আত্মীয়স্বজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্রসহ (রিভলবার) ও গুলিসহ তাঁদের আটক করা হয়। পরে আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নাটোরের লালপুরে দেশীয় অস্ত্রসহ ৮টি তাজা গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় জেলা ছাত্রদলের সহসভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান আরিফ (৩২) ও বালিতিতা ইসলামপুর গ্রামের বাসিন্দা শাকিব আলী (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মো. আলম মণ্ডলের (৫০) সঙ্গে তাঁর স্ত্রী বেলির বিরোধ চলে আসছিল। গতকাল রাতে বিষয়টি নিষ্পত্তির জন্য আলম মণ্ডলের বাড়িতে শ্যালক শাকিবসহ কয়েকজন যান। তবে মীমাংসা না হয়ে উল্টো সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় বেলির চাচাতো ভাই শাকিবকে বাড়িতে আটকে রাখা হয়। ছাত্রদল নেতা মেহেদী হাসান আরিফ ও তাঁর সহযোগীরা আগ্নেয়াস্ত্রসহ তাঁদের উদ্ধার করতে যান। একপর্যায়ে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীকালে বিষয়টি জানাজানি হলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ৮টি তাজা গুলি উদ্ধার করে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল হাসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছেন। কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হবে। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, আলমের আত্মীয়স্বজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্রসহ (রিভলবার) ও গুলিসহ তাঁদের আটক করা হয়। পরে আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানীর মিরপুরে শাহ আলী থানা এলাকায় রনি (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শাহ আলী থানাধীন রাসেল পার্কের সামনে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে...
১২ মিনিট আগেকক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় মুজিবুর রহমান (৩৭) নামের এক অটোরিকশার চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনীলফামারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের হরিবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেসীতাকুণ্ডে টিটু সূত্রধর (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সংসারের অভাব-অনটন ও ঋণের চাপে বিষপানে আত্মহত্যা করেছে বলে জানান পরিবারের সদস্যরা।
৩৭ মিনিট আগে