রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী কৃষ্ণ রায়কে হলে ডেকে নিয়ে মারধর ও ‘শিবির’ আখ্যা দিয়ে হত্যার হুমকির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে অভিযুক্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ইসলাম ও যুগ্ম সম্পাদক মো. সোলাইমানের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় তদন্ত কমিটি হল প্রাধ্যক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত কমিটি ও হল প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
হল সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি রাতে সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ও যুগ্ম সম্পাদক সোলাইমানের বিরুদ্ধে সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীকে কক্ষে ডেকে নিয়ে মারধর ও হত্যার হুমকির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিক্ষার্থী হল প্রাধ্যক্ষ ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে ওই শিক্ষার্থী দাবি করেন, তাঁকে হত্যা করে শিবির বলে চালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সোহরাওয়ার্দী হল প্রশাসন আবাসিক শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে তদন্ত কমিটি কয়েক দিন বিলম্বে প্রতিবেদন জমা দেয়।
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির সঙ্গে সংশ্লিষ্ট একজন শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তে কৃষ্ণকে মারধর ও হত্যার হুমকির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা অনাবাসিক হওয়ায় তাদের সিট বাতিল করা যাবে না। তবে তাদের যাতে ভবিষ্যতে আবাসিকতা না দেওয়া হয়, সে জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া অভিযুক্তদের ছাত্রত্ব বাতিলের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে সুপারিশ করা হয়েছে।’
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অনুপম হীরা মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভুক্তভোগী ও অভিযুক্তদের সঙ্গে কথা বলেছি। চেষ্টা করেছি প্রকৃত ঘটনা জানার। সেই অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আমরা দুপুরে হল প্রশাসন মিটিং করব। অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’
আরও পড়ুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী কৃষ্ণ রায়কে হলে ডেকে নিয়ে মারধর ও ‘শিবির’ আখ্যা দিয়ে হত্যার হুমকির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে অভিযুক্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ইসলাম ও যুগ্ম সম্পাদক মো. সোলাইমানের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় তদন্ত কমিটি হল প্রাধ্যক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত কমিটি ও হল প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
হল সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি রাতে সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ও যুগ্ম সম্পাদক সোলাইমানের বিরুদ্ধে সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীকে কক্ষে ডেকে নিয়ে মারধর ও হত্যার হুমকির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিক্ষার্থী হল প্রাধ্যক্ষ ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে ওই শিক্ষার্থী দাবি করেন, তাঁকে হত্যা করে শিবির বলে চালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সোহরাওয়ার্দী হল প্রশাসন আবাসিক শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে তদন্ত কমিটি কয়েক দিন বিলম্বে প্রতিবেদন জমা দেয়।
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির সঙ্গে সংশ্লিষ্ট একজন শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তে কৃষ্ণকে মারধর ও হত্যার হুমকির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা অনাবাসিক হওয়ায় তাদের সিট বাতিল করা যাবে না। তবে তাদের যাতে ভবিষ্যতে আবাসিকতা না দেওয়া হয়, সে জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া অভিযুক্তদের ছাত্রত্ব বাতিলের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে সুপারিশ করা হয়েছে।’
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অনুপম হীরা মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভুক্তভোগী ও অভিযুক্তদের সঙ্গে কথা বলেছি। চেষ্টা করেছি প্রকৃত ঘটনা জানার। সেই অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আমরা দুপুরে হল প্রশাসন মিটিং করব। অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’
আরও পড়ুন:

পাউবোর নীলফামারী উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আলী বাদী হয়ে জলঢাকা থানায় শুক্র ও শনিবার পৃথক দুটি মামলা করেন। এতে ১৯ ও ২২ জনের নাম উল্লেখ করে ৬৯১ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
২ ঘণ্টা আগে
নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন অফিসের একটি সংঘবদ্ধ চক্র নিয়মবহির্ভূতভাবে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে। এর মাধ্যমে রোহিঙ্গারা পাচ্ছে বাংলাদেশি নাগরিকত্ব।
৭ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় নেওয়া ১৮টি প্রকল্পের বিল এক মাস আগে স্বাক্ষর হলেও এখন পর্যন্ত টাকা পাননি প্রকল্পের সভাপতিরা। অভিযোগ উঠেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর বিলে স্বাক্ষর করিয়ে টাকা আটকে রেখে সভাপতিদের ঘুরাচ্ছে।
৭ ঘণ্টা আগে