পাবনার ভাঙ্গুড়ায় প্রাথমিক শিক্ষায় বয়স জটিলতার কারণে সহস্রাধিক শিক্ষার্থী আগামী ২০২২ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারছে না। এ কারণে গত বুধবার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি লটারি স্থগিত করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬৯৮ জন। এদের মধ্যে প্রায় অর্ধেক শিক্ষার্থীর বয়স ১১ বছরের নিচে। এর ফলে সহস্রাধিক শিক্ষার্থীর বয়স জটিলতার কারণে আগামী জানুয়ারিতে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারছে না।
এদিকে ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীরা আগামী জানুয়ারিতে মাধ্যমিক স্কুলগুলোতে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে না শুনে হতাশ হয়ে পড়েছেন অভিভাবকেরা। তাঁরা বলছেন, নতুন নিয়মে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১১ বছরের বেশি করায় তাঁরা খুব হতাশ। আগামী এক বছর এই শিক্ষার্থীরা কী করবে?
ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আগামী জানুয়ারিতে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স পুনর্নির্ধারণের জন্য সরকারের কাছে দাবি জানান তাঁরা।
সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, মাউশি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রে ১১ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এ কারণে ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ফলে ভর্তির জন্য আয়োজিত লটারি স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভর্তি কারিকুলাম অনুযায়ী ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নির্ধারিত বয়স ছয় বছর থেকে ১০ বছরের বেশি। কিন্তু মাউশি পিএসসি পরীক্ষার্থীদের বয়স ১১ বছরের বেশি নির্ধারণ করায় জটিলতা তৈরি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, মাউশি ও স্থানীয় সরকারের পরিপত্র অনুযায়ী ১১ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির নির্দেশনা পাওয়ায় ওই স্কুলের স্থগিতকৃত ভর্তি লটারি আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে আবেদনকৃত ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীদের বাছাই করে তাদের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য অযোগ্য ঘোষণা করতে বলা হয়েছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে