নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির সময় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর জন্য সমর্থকদের বিরুদ্ধে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের প্রার্থী নিযাম উল আযীমের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফারুক রিটার্নিং কর্মকর্তার কাছে গতকাল শনিবার লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, গতকাল শনিবার নগরীর সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে টিসিবির কার্ডধারীদের মধ্যে পণ্য বিক্রি করা হচ্ছিল। কাউন্সিলর নিযাম উল আযীম তার নিজস্ব লোকজন দিয়ে টিসিবির পণ্য বিক্রি করছিলেন। তার লোকজন তখন ভোটারদের বলছিলেন, ‘টিসিবির পণ্য নাও, ঠেলাগাড়ি (নিযাম উল আযীমের নির্বাচনী প্রতীক) মার্কায় ভোট দাও।’ বর্তমান কাউন্সিলর এভাবে ভোটারদের প্রভাবিত করছিলেন।
শুধু তাই নয়, কাউন্সিলরের লোকজন প্লাস্টিক বোর্ডে ইভিএম মেশিন বানিয়ে শুধু ঠেলাগাড়ি প্রতীক রেখেছিলেন। কীভাবে ঠেলাগাড়ি প্রতীকে ভোট দিতে হবে, সেটিও ভোটারদের শিখিয়ে দেওয়া হচ্ছিল।
জানতে চাইলে ২১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে মৌখিকভাবে কাউন্সিলর প্রার্থী নিযাম উল আযীমকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর নিযাম উল আযীম আজকের পত্রিকাকে বলেন, ‘নাথিং টু সে অ্যাবাউট দিস। আসলে কিছু বলার নাই। আমি বর্তমান কাউন্সিলর এই ওয়ার্ডের। ওয়ার্ডবাসী এবার ইভিএমে প্রথম ভোট দেবেন। সে জন্য দেখানো হয়েছে কীভাবে ইভিএমে ভোট দিতে হয়। এটা জনস্বার্থে করা হয়েছে।’
টিসিবির পণ্য দেওয়ার বিনিময়ে ভোট চাওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন, ‘আমি তো নিজে ছিলাম না। ভোট চাইলাম কখন? অন্য কেউ যদি স্বপ্রণোদিত হয়ে ভোট চায়, তাহলে আমার কী করার আছে!’

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির সময় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর জন্য সমর্থকদের বিরুদ্ধে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের প্রার্থী নিযাম উল আযীমের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফারুক রিটার্নিং কর্মকর্তার কাছে গতকাল শনিবার লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, গতকাল শনিবার নগরীর সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে টিসিবির কার্ডধারীদের মধ্যে পণ্য বিক্রি করা হচ্ছিল। কাউন্সিলর নিযাম উল আযীম তার নিজস্ব লোকজন দিয়ে টিসিবির পণ্য বিক্রি করছিলেন। তার লোকজন তখন ভোটারদের বলছিলেন, ‘টিসিবির পণ্য নাও, ঠেলাগাড়ি (নিযাম উল আযীমের নির্বাচনী প্রতীক) মার্কায় ভোট দাও।’ বর্তমান কাউন্সিলর এভাবে ভোটারদের প্রভাবিত করছিলেন।
শুধু তাই নয়, কাউন্সিলরের লোকজন প্লাস্টিক বোর্ডে ইভিএম মেশিন বানিয়ে শুধু ঠেলাগাড়ি প্রতীক রেখেছিলেন। কীভাবে ঠেলাগাড়ি প্রতীকে ভোট দিতে হবে, সেটিও ভোটারদের শিখিয়ে দেওয়া হচ্ছিল।
জানতে চাইলে ২১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে মৌখিকভাবে কাউন্সিলর প্রার্থী নিযাম উল আযীমকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর নিযাম উল আযীম আজকের পত্রিকাকে বলেন, ‘নাথিং টু সে অ্যাবাউট দিস। আসলে কিছু বলার নাই। আমি বর্তমান কাউন্সিলর এই ওয়ার্ডের। ওয়ার্ডবাসী এবার ইভিএমে প্রথম ভোট দেবেন। সে জন্য দেখানো হয়েছে কীভাবে ইভিএমে ভোট দিতে হয়। এটা জনস্বার্থে করা হয়েছে।’
টিসিবির পণ্য দেওয়ার বিনিময়ে ভোট চাওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন, ‘আমি তো নিজে ছিলাম না। ভোট চাইলাম কখন? অন্য কেউ যদি স্বপ্রণোদিত হয়ে ভোট চায়, তাহলে আমার কী করার আছে!’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৪ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৫ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৫ ঘণ্টা আগে