Ajker Patrika

জামিনের পর থানা পোড়ানোর মামলায় সাবেক এমপি কালাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
জামিনের পর থানা পোড়ানোর মামলায় সাবেক এমপি কালাম গ্রেপ্তার। ফাইল ছবি
জামিনের পর থানা পোড়ানোর মামলায় সাবেক এমপি কালাম গ্রেপ্তার। ফাইল ছবি

জামিনে মুক্তির পর আটক সাবেক এমপি আবুল কালাম আজাদকে রাজশাহীর মোহনপুর থানা পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৪ আগস্ট মোহনপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে পুলিশ বাদী হয়ে মামলা করে। এজাহারে নাম না থাকলেও ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ অক্টোবর আবুল কালাম আজাদকে রাজধানী থেকে আটক করে র‍্যাব। এরপর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মামলা দুটিতে তিনি হাইকোর্টে জামিন পান।

এরপর গতকাল বুধবার রাত ৮টার দিকে আবুল কালাম আজাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর কারাফটকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, আটকের পর আবুল কালাম আজাদকে মোহনপুর থানা পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা চাইলে তাঁর রিমান্ড চাইবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গুলশানে ১০ তলা বিলাসবহুল ভবন ছিল টিউলিপের স্থায়ী ঠিকানা

অবসরে যাওয়া ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

বগুড়ায় মেলা বসানোকে কেন্দ্র করে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত ১৩

আ.লীগের নেতা-কর্মীদের নামে মামলা, টাকায় আপস করলেন বিএনপি নেত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত