নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজননকেন্দ্র চালু করা হয়েছে। সামাজিক বন বিভাগের রাজশাহীর পবা নার্সারির একটি পুকুরে এই প্রজননকেন্দ্র করা হয়েছে। আজ মঙ্গলবার সেখানে গাজীপুর সাফারি পার্ক থেকে দুটি ঘড়িয়াল এনে অবমুক্ত করা হয়েছে। এর একটি পুরুষ, অন্যটি স্ত্রী।
সকালে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ঘড়িয়াল দুটি অবমুক্ত করেন। তিনি বলেন, ‘একসময় বাংলাদেশের ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা ও যমুনা নদীতে ঘড়িয়াল দেখা গেলেও নদীদূষণ, নদীর নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার, পাচার, ডিম নষ্ট, প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্যসংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে। ঘড়িয়ালের অস্তিত্ব টিকিয়ে রাখতে রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজননকেন্দ্র করা হলো। এখানে ঘড়িয়ালের প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ দেওয়া হবে।’
এ সময় উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্ল্যা পাটওয়ারী, সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, সামাজিক বন বিভাগ ও বন্য প্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম সালেহ রেজা, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ বি এম সরোয়ার আলম এবং সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফ, রাজশাহীর চেয়ারম্যান মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজননকেন্দ্র চালু করা হয়েছে। সামাজিক বন বিভাগের রাজশাহীর পবা নার্সারির একটি পুকুরে এই প্রজননকেন্দ্র করা হয়েছে। আজ মঙ্গলবার সেখানে গাজীপুর সাফারি পার্ক থেকে দুটি ঘড়িয়াল এনে অবমুক্ত করা হয়েছে। এর একটি পুরুষ, অন্যটি স্ত্রী।
সকালে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ঘড়িয়াল দুটি অবমুক্ত করেন। তিনি বলেন, ‘একসময় বাংলাদেশের ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা ও যমুনা নদীতে ঘড়িয়াল দেখা গেলেও নদীদূষণ, নদীর নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার, পাচার, ডিম নষ্ট, প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্যসংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে। ঘড়িয়ালের অস্তিত্ব টিকিয়ে রাখতে রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজননকেন্দ্র করা হলো। এখানে ঘড়িয়ালের প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ দেওয়া হবে।’
এ সময় উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্ল্যা পাটওয়ারী, সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, সামাজিক বন বিভাগ ও বন্য প্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম সালেহ রেজা, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ বি এম সরোয়ার আলম এবং সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফ, রাজশাহীর চেয়ারম্যান মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
নেত্রকোনার দুই উপজেলায় বজ্রপাতে মাদ্রাসাশিক্ষকসহ এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ও গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরে ৩০ মণ জাটকা জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে চরবাটার ভূঁইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানভর্তি এই মাছ জব্দ করে উপজেলা মৎস্য কার্যালয়। পরে এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
৩৬ মিনিট আগেরোববার বিকেলে স্কুল থেকে বাসায় যাওয়ার পথে বহিরাগত ছেলেরা রিমনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা রিমনের পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রিমনকে ঢাকায় পাঠানো হয়।
১ ঘণ্টা আগেনেত্রকোনা মদনে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে নিজ বাড়ির সামনেই বজ্রপাতে মৃত্যু হয় তাঁর।
১ ঘণ্টা আগে