জয়পুরহাট প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘অতীতে আমাদের অনেক ভুল-ত্রুটি হয়েছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে ও নির্বাচন কমিশনের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচন পরিচালনায় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।’
জয়পুরহাট সার্কিট হাউস মাঠে দুই দিনব্যাপী আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিন শুক্রবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
হুইপ স্বপন বলেন, ‘অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন জাতির জন্য অপরিহার্য। কারণ এটি জাতি, সুষ্ঠু ও গণতান্ত্রিক সমাজ গঠনে বড় ভূমিকা পালন করে। অতীতে আমাদের অনেক ভুল-ত্রুটি হয়েছে। কিন্তু আমরা শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচন পরিচালনায় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।’
দেশ উন্নয়নের পথেই রয়েছে দাবি করে হুইপ বলেন, ‘একটি মহল এ দেশের উন্নয়ন সহ্য করতে পারছে না। তারা বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি গর্ব করে বলতে পারি, আমাদের দেশ এগিয়ে চলেছে, এগিয়ে যাবে। এই দেশ শ্রীলঙ্কা নয়, সিঙ্গাপুরের পথে ধাবিত হবে।’
এর আগে কয়েকজন দর্শনার্থী শিক্ষার্থী ডিজিটাল মেলায় বেড়াতে এসে তাঁদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘অতীতে আমাদের অনেক ভুল-ত্রুটি হয়েছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে ও নির্বাচন কমিশনের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচন পরিচালনায় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।’
জয়পুরহাট সার্কিট হাউস মাঠে দুই দিনব্যাপী আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিন শুক্রবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
হুইপ স্বপন বলেন, ‘অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন জাতির জন্য অপরিহার্য। কারণ এটি জাতি, সুষ্ঠু ও গণতান্ত্রিক সমাজ গঠনে বড় ভূমিকা পালন করে। অতীতে আমাদের অনেক ভুল-ত্রুটি হয়েছে। কিন্তু আমরা শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচন পরিচালনায় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।’
দেশ উন্নয়নের পথেই রয়েছে দাবি করে হুইপ বলেন, ‘একটি মহল এ দেশের উন্নয়ন সহ্য করতে পারছে না। তারা বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি গর্ব করে বলতে পারি, আমাদের দেশ এগিয়ে চলেছে, এগিয়ে যাবে। এই দেশ শ্রীলঙ্কা নয়, সিঙ্গাপুরের পথে ধাবিত হবে।’
এর আগে কয়েকজন দর্শনার্থী শিক্ষার্থী ডিজিটাল মেলায় বেড়াতে এসে তাঁদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন।

রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
১৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযান চলাকালে মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর (৫২) ময়নাতদন্ত করা হচ্ছে। কেননা তাঁর পরিবার ও বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, অভিযান চালানো সেনাসদস্যদের নির্যাতনে মারা গেছেন ডাবলু।
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
১ ঘণ্টা আগে