গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

বাংলাদেশের সব নৌপথে ফেরিতে যানবাহন পারাপারে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নেওয়া এ সিদ্ধান্ত অনুযায়ী সব রুটে ফেরি পারাপারে ভাড়া বেড়েছে ২০ শতাংশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথেও ফেরি পারাপারে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরিতে যানবাহন পারাপারে এই ভাড়া বাড়ানো হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে নতুন ভাড়া কার্যকরের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১ থেকে ৩ টন পণ্যবাহী ছোট ট্রাক বা কাভার্ড ভ্যানের ভাড়া ৯০০ থেকে বেড়ে ১ হাজার ১৮০ টাকা হবে। ৩ থেকে ৫ টনের ট্রাক ১ হাজার ৫০ থেকে বেড়ে ১ হাজার ২৬০ টাকা। ৫ থেকে ৮ টন পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানের ভাড়া ১ হাজার ৩০০ থেকে বেড়ে ১ হাজার ৫৬০ টাকা এবং ৮ থেকে ১১ টনের বড় ট্রাক ও লরির ভাড়া ১ হাজার ৭৫০ থেকে বেড়ে ২ হাজার ১০০ টাকা হবে।
এ ছাড়া এই রুটে মিনিবাস বা কোস্টার পারাপারে ১ হাজার ৫০ টাকা থেকে বেড়ে ১ হাজার ২৬০ টাকা, মাঝারি আকারের বাস ১ হাজার ৭৫০ থেকে ২ হাজার ১০০ এবং বড় বাসের ভাড়া ২ হাজার ১০০ থেকে বেড়ে ২ হাজার ৫২০ টাকা হবে। এ ছাড়া মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে ১ হাজার টাকার বদলে ১ হাজার ২০০ টাকা, পাজেরো গাড়ি ৯০০ টাকার স্থলে ১ হাজার ১৮০ টাকা, কার ও জিপ ৫৪০ টাকার বদলে কম-বেশি ৬৫০ টাকা, মোটরসাইকেল ১০০ টাকার স্থলে ১২০ টাকা গুনতে হবে। যাত্রীদের ক্ষেত্রে জনপ্রতি ভাড়া ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।
এদিকে ফেরি ভাড়া বাড়ানোয় পরিবহনচালকেরা অসন্তোষ প্রকাশ করেছেন। কয়েকজন পরিবহনচালকের সঙ্গে এ বিষয়ে কথা হলে তাঁরা প্রত্যকে একই ধরনের মন্তব্য করে বলেন, ‘দ্রব্যমূল্যসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়েছে। সেই সঙ্গে গাড়ির পার্টসেরও (যন্ত্রাংশের) দাম বেড়েছে। আমরা অল্প টাকা বেতন পাই। ফেরিভাড়া বেড়েছে, কিন্তু আমরা যদি গাড়িভাড়া বাড়াতে যাই, তাহলে বাড়ে না। আমরা এখন কী করব? আবার পদ্মা সেতু পারাপারে গাড়ির টোল বেশি ধরেছে। আমাদের মতো যারা রোডে গাড়ি চালায়, তাদের জন্য সরকারের একটা বন্দোবস্ত করা উচিত।’
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, তেলের দাম বাড়ায় নতুন করে ফেরিভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ফেরিতে যানবাহন পারাপারে বর্ধিত ভাড়া কার্যকর হয়েছে। এর আগের দিন গত বুধবার ভাড়ার নতুন তালিকা প্রতিটি কাউন্টারে টানিয়ে দেওয়া হয়েছিল।

বাংলাদেশের সব নৌপথে ফেরিতে যানবাহন পারাপারে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নেওয়া এ সিদ্ধান্ত অনুযায়ী সব রুটে ফেরি পারাপারে ভাড়া বেড়েছে ২০ শতাংশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথেও ফেরি পারাপারে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরিতে যানবাহন পারাপারে এই ভাড়া বাড়ানো হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে নতুন ভাড়া কার্যকরের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১ থেকে ৩ টন পণ্যবাহী ছোট ট্রাক বা কাভার্ড ভ্যানের ভাড়া ৯০০ থেকে বেড়ে ১ হাজার ১৮০ টাকা হবে। ৩ থেকে ৫ টনের ট্রাক ১ হাজার ৫০ থেকে বেড়ে ১ হাজার ২৬০ টাকা। ৫ থেকে ৮ টন পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানের ভাড়া ১ হাজার ৩০০ থেকে বেড়ে ১ হাজার ৫৬০ টাকা এবং ৮ থেকে ১১ টনের বড় ট্রাক ও লরির ভাড়া ১ হাজার ৭৫০ থেকে বেড়ে ২ হাজার ১০০ টাকা হবে।
এ ছাড়া এই রুটে মিনিবাস বা কোস্টার পারাপারে ১ হাজার ৫০ টাকা থেকে বেড়ে ১ হাজার ২৬০ টাকা, মাঝারি আকারের বাস ১ হাজার ৭৫০ থেকে ২ হাজার ১০০ এবং বড় বাসের ভাড়া ২ হাজার ১০০ থেকে বেড়ে ২ হাজার ৫২০ টাকা হবে। এ ছাড়া মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে ১ হাজার টাকার বদলে ১ হাজার ২০০ টাকা, পাজেরো গাড়ি ৯০০ টাকার স্থলে ১ হাজার ১৮০ টাকা, কার ও জিপ ৫৪০ টাকার বদলে কম-বেশি ৬৫০ টাকা, মোটরসাইকেল ১০০ টাকার স্থলে ১২০ টাকা গুনতে হবে। যাত্রীদের ক্ষেত্রে জনপ্রতি ভাড়া ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।
এদিকে ফেরি ভাড়া বাড়ানোয় পরিবহনচালকেরা অসন্তোষ প্রকাশ করেছেন। কয়েকজন পরিবহনচালকের সঙ্গে এ বিষয়ে কথা হলে তাঁরা প্রত্যকে একই ধরনের মন্তব্য করে বলেন, ‘দ্রব্যমূল্যসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়েছে। সেই সঙ্গে গাড়ির পার্টসেরও (যন্ত্রাংশের) দাম বেড়েছে। আমরা অল্প টাকা বেতন পাই। ফেরিভাড়া বেড়েছে, কিন্তু আমরা যদি গাড়িভাড়া বাড়াতে যাই, তাহলে বাড়ে না। আমরা এখন কী করব? আবার পদ্মা সেতু পারাপারে গাড়ির টোল বেশি ধরেছে। আমাদের মতো যারা রোডে গাড়ি চালায়, তাদের জন্য সরকারের একটা বন্দোবস্ত করা উচিত।’
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, তেলের দাম বাড়ায় নতুন করে ফেরিভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ফেরিতে যানবাহন পারাপারে বর্ধিত ভাড়া কার্যকর হয়েছে। এর আগের দিন গত বুধবার ভাড়ার নতুন তালিকা প্রতিটি কাউন্টারে টানিয়ে দেওয়া হয়েছিল।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে