গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে আ. কুদ্দুস হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে আ. কুদ্দুস হালদার বলেন, ‘প্রতিদিনের মতো শুক্রবার খুব ভোরে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ মাছ না পেয়ে হতাশ হয়ে যাই। শেষবার হিসেবে আরেকবার নদীতে জাল ফেলি। সকাল ৯টার দিকে জাল তুলতেই বিশাল এই মাছটি ভেসে ওঠে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার দুলাল মণ্ডলের মাছের আড়তে নিয়ে যাই। সেখানে মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা নিলামে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেয়।’
৬ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা বলেন, ‘আজ সকাল ১০টার দিকে দৌলতদিয়ার দুলাল মণ্ডলের মাছের আড়ত থেকে খোলা নিলামের মাধ্যমে ২০ কেজি ওজনের কাতলটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় কিনেছি। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন জেলার কয়েক ব্যবসায়ীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করেছি। প্রতি কেজিতে ১০০-২০০ টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করে দেব।’
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। এ ছাড়াও এখন নদীতে পানি বাড়ার কারণে এসব বড় বড় মাছ নদীতে পাওয়া যাবে। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল, বাগাড়সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে আশা করি। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।’

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে আ. কুদ্দুস হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে আ. কুদ্দুস হালদার বলেন, ‘প্রতিদিনের মতো শুক্রবার খুব ভোরে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ মাছ না পেয়ে হতাশ হয়ে যাই। শেষবার হিসেবে আরেকবার নদীতে জাল ফেলি। সকাল ৯টার দিকে জাল তুলতেই বিশাল এই মাছটি ভেসে ওঠে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার দুলাল মণ্ডলের মাছের আড়তে নিয়ে যাই। সেখানে মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা নিলামে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেয়।’
৬ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা বলেন, ‘আজ সকাল ১০টার দিকে দৌলতদিয়ার দুলাল মণ্ডলের মাছের আড়ত থেকে খোলা নিলামের মাধ্যমে ২০ কেজি ওজনের কাতলটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় কিনেছি। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন জেলার কয়েক ব্যবসায়ীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করেছি। প্রতি কেজিতে ১০০-২০০ টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করে দেব।’
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। এ ছাড়াও এখন নদীতে পানি বাড়ার কারণে এসব বড় বড় মাছ নদীতে পাওয়া যাবে। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল, বাগাড়সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে আশা করি। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।’

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৬ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৪৪ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে