গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মায় জেলের জালে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ভোরে স্থানীয় জেলে কবির হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে কবির হালদার জানান, বেশ কিছুদিন পদ্মা নদীতে এমন মাছ পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার খুব ভোরে নদীতে মাছ শিকারে বের হন তিনিসহ তার সহযোগীরা ।ভোর ৬ টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে জাল ফেলে টেনে তোলার সময় আইড় মাছটি আটকা পরে। অনেক দিন পরে মাছ পেয়ে সবাই তো মহা খুশি। পরে মাছটি বিক্রির জন্য বেলা ১১ টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটে অবস্থিত শাকিল-সোহান মৎস্য আড়তে নিয়ে আসেন । সেখানে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, জেলে আমাকে মোবাইলের মাধ্যমে জানালে মাছটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেই। মাছটি কেনার পর ৫ নম্বর ফেরি ঘাট পন্টুনের সঙ্গে বেঁধে রাখলে উৎসুক জনতা মাছ দেখতে ভিড় করেন। বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ী ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৬০০ টাকায় কিনে নেন।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। এই সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝে মধ্যে এই মাছগুলো দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মায় জেলের জালে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ভোরে স্থানীয় জেলে কবির হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে কবির হালদার জানান, বেশ কিছুদিন পদ্মা নদীতে এমন মাছ পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার খুব ভোরে নদীতে মাছ শিকারে বের হন তিনিসহ তার সহযোগীরা ।ভোর ৬ টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে জাল ফেলে টেনে তোলার সময় আইড় মাছটি আটকা পরে। অনেক দিন পরে মাছ পেয়ে সবাই তো মহা খুশি। পরে মাছটি বিক্রির জন্য বেলা ১১ টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটে অবস্থিত শাকিল-সোহান মৎস্য আড়তে নিয়ে আসেন । সেখানে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, জেলে আমাকে মোবাইলের মাধ্যমে জানালে মাছটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেই। মাছটি কেনার পর ৫ নম্বর ফেরি ঘাট পন্টুনের সঙ্গে বেঁধে রাখলে উৎসুক জনতা মাছ দেখতে ভিড় করেন। বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ী ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৬০০ টাকায় কিনে নেন।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। এই সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝে মধ্যে এই মাছগুলো দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।

বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
৫ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
২৯ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে