Ajker Patrika

পিরোজপুরে আ.লীগ-যুবলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি 
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭: ০৯
পিরোজপুরে আ.লীগ-যুবলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা-পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান শেখ (৬৫) শাখারীকাঠি ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আবুল বাশার হাওলাদার (৬১) শ্রীরামকাঠি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কামরুল গাজী (৪২) শেখমাটিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি, জাহাঙ্গীর আলম ডাকুয়া (৫০) কলারদোয়ানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, কামরুজ্জামান মিন্টু (৪৫) দেউলবারী দোবড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী। ছবি: সংগৃহীত
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী। ছবি: সংগৃহীত

ওসি মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুর, বিস্ফোরক মামলা এবং বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। বিগত সময়ে সংঘটিত সহিংসতার মামলার তদন্তে তাঁদের সম্পৃক্ততা পাওয়া গেছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে আরও বলেন, আসামিদের বিরুদ্ধে নাজিরপুর থানায় নাজিরপুর উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, বিস্ফোরক মামলা ও ঘর পোড়ানো মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতভর অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত