পিরোজপুর প্রতিনিধি

নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পিরোজপুর-৩ আসনের জাতীয় পার্টি নেতা-কর্মীরা। জোটের প্রার্থী হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন মঠবাড়িয়ার জাতীয় পার্টি। এদিকে মঠবাড়িয়ার নির্বাচনী মাঠে মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থীর নেতা-কর্মীরা পৌর এলাকার বিভিন্ন স্থানে সকাল থেকে গণসংযোগ করছেন। নির্বাচনে বিজয়ী হতে তাঁরা ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
মঠবাড়িয়া আসনটি একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৪৪১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৯৬৭ জন এবং নারী ভোটার ১ লাখ ১০ হাজার ৪৭৪ জন। এ আসনটিতে দীর্ঘদিন জাতীয় পার্টি জাপার কেন্দ্রীয় সহসভাপতি রুস্তম আলী ফরাজী সংসদ সদস্য থাকলেও বর্তমানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।
পিরোজপুর-৩ আসনে মোট ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন ন্যাশনাল পিপলস পার্টির মো. আমির হোসেন (আম), মো. জাসেম মিয়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাশরেকুল আজম রবি (লাঙল) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো. রুস্তম আলী ফরাজী (ঈগল) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো. শামিম শাহ নেওয়াজ (কলার ছড়ি), মো. শহিদুল ইসলাম বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শহিদুল ইমলাম স্বপন (হাত ঘড়ি), বাংলাদেশ কংগ্রেস এর হোসাইন মোশারেফ সাকু (ডাব)।
মঠবাড়িয়া জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আফসার উদ্দীন দিপু বলেন, ‘পিরোজপুর-৩ আসনটি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) জোট হলেও আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী আমাদের কোনো প্রকার সহযোগিতা করছে না। আমরা বুঝতে পারছি না এটা কেমন জোট। আমরা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে চাই জোটকে জোটের মূল্যায়ন করা হোক।’
মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী বলেন, ‘যেহেতু জোটবদ্ধ নির্বাচন, তাই আমরা অবশ্যই জোটের জন্য কাজ করব। কিন্ত জোটের প্রার্থী ও তাঁর লোকজন আমাদের সঙ্গে কোনো সমন্বয় বা যোগাযোগ রক্ষা করে না। তাঁরা তাঁদের মতো করে প্রচারণা চালাচ্ছে।’

নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পিরোজপুর-৩ আসনের জাতীয় পার্টি নেতা-কর্মীরা। জোটের প্রার্থী হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন মঠবাড়িয়ার জাতীয় পার্টি। এদিকে মঠবাড়িয়ার নির্বাচনী মাঠে মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থীর নেতা-কর্মীরা পৌর এলাকার বিভিন্ন স্থানে সকাল থেকে গণসংযোগ করছেন। নির্বাচনে বিজয়ী হতে তাঁরা ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
মঠবাড়িয়া আসনটি একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৪৪১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৯৬৭ জন এবং নারী ভোটার ১ লাখ ১০ হাজার ৪৭৪ জন। এ আসনটিতে দীর্ঘদিন জাতীয় পার্টি জাপার কেন্দ্রীয় সহসভাপতি রুস্তম আলী ফরাজী সংসদ সদস্য থাকলেও বর্তমানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।
পিরোজপুর-৩ আসনে মোট ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন ন্যাশনাল পিপলস পার্টির মো. আমির হোসেন (আম), মো. জাসেম মিয়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাশরেকুল আজম রবি (লাঙল) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো. রুস্তম আলী ফরাজী (ঈগল) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো. শামিম শাহ নেওয়াজ (কলার ছড়ি), মো. শহিদুল ইসলাম বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শহিদুল ইমলাম স্বপন (হাত ঘড়ি), বাংলাদেশ কংগ্রেস এর হোসাইন মোশারেফ সাকু (ডাব)।
মঠবাড়িয়া জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আফসার উদ্দীন দিপু বলেন, ‘পিরোজপুর-৩ আসনটি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) জোট হলেও আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী আমাদের কোনো প্রকার সহযোগিতা করছে না। আমরা বুঝতে পারছি না এটা কেমন জোট। আমরা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে চাই জোটকে জোটের মূল্যায়ন করা হোক।’
মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী বলেন, ‘যেহেতু জোটবদ্ধ নির্বাচন, তাই আমরা অবশ্যই জোটের জন্য কাজ করব। কিন্ত জোটের প্রার্থী ও তাঁর লোকজন আমাদের সঙ্গে কোনো সমন্বয় বা যোগাযোগ রক্ষা করে না। তাঁরা তাঁদের মতো করে প্রচারণা চালাচ্ছে।’

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৪৪ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে