নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাশে এবং বর্তমান ইউপি সদস্যের বসতঘর ঘেঁষে করাতকল (স মিল) বসানোর অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সদস্য।
ঘটনাটি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের। অভিযোগকারী মো. জহিরুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ইউপি সদস্য। তিনি জানান, যেখানে করাতকল বসানো হচ্ছে, সেই জমিটি তাঁদের ভোগদখলীয়। বিষয়টি নিয়ে বারবার বাধা দিলেও অভিযুক্ত সাবেক মেম্বার শাহাদাৎ হোসেন করাতকল স্থাপন অব্যাহত রেখেছেন। বাধ্য হয়ে জহিরুল ইসলামের ছোট ভাই মো. জুয়েল পিরোজপুর কোর্টে ৪৪/৪৫ ধারায় মামলা করেন।
জহিরুল ইসলাম বলেন, ‘আমার বসতঘরের পাশেই করাতকল বসানো হচ্ছে। অপর পাশে একটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা। এতে পরিবেশের ক্ষতি তো হচ্ছেই, আমাদের নিরাপত্তাও হুমকির মুখে। পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু শাহাদাৎ মেম্বার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও কাজ চালু রেখেছেন।’
বিষয়টি জানতে ফোন করা হলে শাহাদাৎ হোসেন বলেন, ‘জহির মেম্বারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।’ তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতঘরের পাশে করাতকল বসানো-সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান তিনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনি আমাকে চিনেন? আমি এলাকায় একটানা ১৩ বছর মেম্বার ছিলাম। এখন বিএনপির ইউনিয়ন সদস্যসচিব।’
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ‘পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান বা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্থানের ২০০ মিটারের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ। এ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘আদালতের নির্দেশে উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে বলা হয়েছে এবং করাতকলের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও কেউ নির্দেশনা অমান্য করলে আদালতকে জানানো হবে।’

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাশে এবং বর্তমান ইউপি সদস্যের বসতঘর ঘেঁষে করাতকল (স মিল) বসানোর অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সদস্য।
ঘটনাটি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের। অভিযোগকারী মো. জহিরুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ইউপি সদস্য। তিনি জানান, যেখানে করাতকল বসানো হচ্ছে, সেই জমিটি তাঁদের ভোগদখলীয়। বিষয়টি নিয়ে বারবার বাধা দিলেও অভিযুক্ত সাবেক মেম্বার শাহাদাৎ হোসেন করাতকল স্থাপন অব্যাহত রেখেছেন। বাধ্য হয়ে জহিরুল ইসলামের ছোট ভাই মো. জুয়েল পিরোজপুর কোর্টে ৪৪/৪৫ ধারায় মামলা করেন।
জহিরুল ইসলাম বলেন, ‘আমার বসতঘরের পাশেই করাতকল বসানো হচ্ছে। অপর পাশে একটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা। এতে পরিবেশের ক্ষতি তো হচ্ছেই, আমাদের নিরাপত্তাও হুমকির মুখে। পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু শাহাদাৎ মেম্বার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও কাজ চালু রেখেছেন।’
বিষয়টি জানতে ফোন করা হলে শাহাদাৎ হোসেন বলেন, ‘জহির মেম্বারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।’ তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতঘরের পাশে করাতকল বসানো-সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান তিনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনি আমাকে চিনেন? আমি এলাকায় একটানা ১৩ বছর মেম্বার ছিলাম। এখন বিএনপির ইউনিয়ন সদস্যসচিব।’
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ‘পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান বা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্থানের ২০০ মিটারের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ। এ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘আদালতের নির্দেশে উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে বলা হয়েছে এবং করাতকলের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও কেউ নির্দেশনা অমান্য করলে আদালতকে জানানো হবে।’

চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৫ মিনিট আগে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানের বিরুদ্ধে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২ ঘণ্টা আগে