নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে চিকিৎসক মামুন হাসানের পদায়ন বাতিলের দাবিতে পাঁচ দিন ধরে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার মামুন হাসানকে এই পদে পদায়ন করা হয়। তবে, তিনি এখনো যোগদান করেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসক মামুন হাসান বাগেরহাটের চিতলমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে সেখানকার ছাত্রজনতা বিক্ষোভ করেন। ছাত্র জনতার সে আন্দোলনের পর গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপাতালে তাঁকে পদায়ন করা হয়। পদায়নের পর নেছারাবাদ হাসপাতালে তাঁর যোগদানের কথা শুনেই স্থানীয়রা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়ে লাগাতার কর্মসূচি পালন করছেন।
সরেজমিনে জানা গেছে, ধারাবাহিক কর্মসূচি হিসেবে আজ সোমবার সকালে হাসপাতালের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে চিকিৎসক মামুন হাসানের বিরুদ্ধে স্লোগান তুলে মিছিল করেন। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য দেন মো. হাফিজুর রহমান, মো. গোলাম কিবরিয়া সোহাগ, কাজী আক্কাস, জসিম তালুকদার, মারুফ, মো. মারুফ তালুকদার প্রমুখ।
সমাবেশে চিকিৎসক মামুন হাসানের দুর্নীতির অভিযোগসহ গত ৫ আগস্টে ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। তাঁরা বলেন, মামুন হাসান শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের পালিত লোক। তিনি শেখ হেলালের প্রভাব দেখিয়ে চিতলমারীতে চিকিৎসার মতো মহৎ পেশায় দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন।
বক্তারা আরও বলেন, চিকিৎসক মামুন হাসান আওয়ামী লীগের ব্যানারে থেকে চিতলমারীতে যা ইচ্ছে তাই করেছেন। এমনকি তিনি ছাত্র জনতার গণ-আন্দোলনের বিরুদ্ধে থেকে সেখানকার বিএনপিসহ ছাত্রদের হয়রানি করেছেন। তাঁকে নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার পদ থেকে দ্রুত অপসারণে দাবি জানাই।
চিকিৎসক মামুন হাসান নেছারাবাদ হাসপাতালে যোগদান করায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে স্থানীয় বিএনপিসহ ছাত্রজনতা এর দায়ভার নেবে না বলে জানান বক্তারা।
গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপাতালে মামুন হাসানের যোগদানের খবরে স্থানীয় মানুষ তাঁর কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। পরদিন পুনরায় সহস্রাধিক মানুষ জড়ো হয়ে স্বাস্থ্য কর্মকর্তা মামুন হাসানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
এ বিষয়ে পিরোজপুর সিভিল সার্জন মো. মিজানুর রহমান বলেন, গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা পদে চিকিৎসক মামুন হাসানের পদায়ন হয়েছে। তবে এখনো তিনি সেখানে যোগদান করেননি। তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের কথা স্থানীয় মানুষ জানিয়েছে। আমি বিষয়টি ইতিমধ্যে বিভাগীয় পরিচালকের কাছে জানিয়েছি।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে চিকিৎসক মামুন হাসানের পদায়ন বাতিলের দাবিতে পাঁচ দিন ধরে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার মামুন হাসানকে এই পদে পদায়ন করা হয়। তবে, তিনি এখনো যোগদান করেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসক মামুন হাসান বাগেরহাটের চিতলমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে সেখানকার ছাত্রজনতা বিক্ষোভ করেন। ছাত্র জনতার সে আন্দোলনের পর গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপাতালে তাঁকে পদায়ন করা হয়। পদায়নের পর নেছারাবাদ হাসপাতালে তাঁর যোগদানের কথা শুনেই স্থানীয়রা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়ে লাগাতার কর্মসূচি পালন করছেন।
সরেজমিনে জানা গেছে, ধারাবাহিক কর্মসূচি হিসেবে আজ সোমবার সকালে হাসপাতালের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে চিকিৎসক মামুন হাসানের বিরুদ্ধে স্লোগান তুলে মিছিল করেন। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য দেন মো. হাফিজুর রহমান, মো. গোলাম কিবরিয়া সোহাগ, কাজী আক্কাস, জসিম তালুকদার, মারুফ, মো. মারুফ তালুকদার প্রমুখ।
সমাবেশে চিকিৎসক মামুন হাসানের দুর্নীতির অভিযোগসহ গত ৫ আগস্টে ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। তাঁরা বলেন, মামুন হাসান শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের পালিত লোক। তিনি শেখ হেলালের প্রভাব দেখিয়ে চিতলমারীতে চিকিৎসার মতো মহৎ পেশায় দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন।
বক্তারা আরও বলেন, চিকিৎসক মামুন হাসান আওয়ামী লীগের ব্যানারে থেকে চিতলমারীতে যা ইচ্ছে তাই করেছেন। এমনকি তিনি ছাত্র জনতার গণ-আন্দোলনের বিরুদ্ধে থেকে সেখানকার বিএনপিসহ ছাত্রদের হয়রানি করেছেন। তাঁকে নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার পদ থেকে দ্রুত অপসারণে দাবি জানাই।
চিকিৎসক মামুন হাসান নেছারাবাদ হাসপাতালে যোগদান করায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে স্থানীয় বিএনপিসহ ছাত্রজনতা এর দায়ভার নেবে না বলে জানান বক্তারা।
গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপাতালে মামুন হাসানের যোগদানের খবরে স্থানীয় মানুষ তাঁর কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। পরদিন পুনরায় সহস্রাধিক মানুষ জড়ো হয়ে স্বাস্থ্য কর্মকর্তা মামুন হাসানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
এ বিষয়ে পিরোজপুর সিভিল সার্জন মো. মিজানুর রহমান বলেন, গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা পদে চিকিৎসক মামুন হাসানের পদায়ন হয়েছে। তবে এখনো তিনি সেখানে যোগদান করেননি। তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের কথা স্থানীয় মানুষ জানিয়েছে। আমি বিষয়টি ইতিমধ্যে বিভাগীয় পরিচালকের কাছে জানিয়েছি।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে