Ajker Patrika

ছারছীনা দরবারে আলজেরিয়ার রাষ্ট্রদূত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
ছারছীনা দরবারে আলজেরিয়ার রাষ্ট্রদূত
শুক্রবার আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানি ছারছীনার পীর শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: আজকের পত্রিকা

ছারছীনা দরবার শরিফে ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানি। শুক্রবার (১৮ জুলাই) তিনি দরবারে এসে ছারছীনার পীর আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, ‘আমি অত্র প্রতিষ্ঠানে আসতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। বাংলাদেশের ইসলাম প্রচার ও প্রসারে যাঁরা জীবন উৎসর্গ করে দিয়েছেন, তাঁদের বিভিন্ন অবদান এখানে না এলে আমি জানতেই পারতাম না। আপনাদের এই আয়োজনে আমি খুবই গর্বিত।’

সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় অংশ নেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সাইয়্যেদ মুহাম্মদ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রূহুল আমীন আফসারী, জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মো. মাহমুদুম মুনীর হামীম, জমইয়াতে হিযবুল্লাহর অতিরিক্ত নাজেমে আলা মাওলানা মো. আলী আকবর, নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ এবং নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিন প্রমুখ।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে কুশল বিনিময় করেন অতিথিরা। দরবার শরিফের ইসলামের খেদমতে বিভিন্ন কার্যক্রম ও ইতিহাস সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।

এর আগে রাষ্ট্রদূত জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে দরবার শরীফের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও মানপত্র প্রদান করা হয়। মিলাদ শরীফ শেষে পীর সাহেব বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত