পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে আহত অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল মঙ্গলবার রাতেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় আজ বুধবার দুপুরে রাসেল হত্যার বিচার দাবিতে পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তাঁর সহপাঠীরা।
নিহত রাসেল (২২) পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকার সৈয়দ ইদ্রিস মীরের ছেলে। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
রাসেলের বোন রুমা আজকের পত্রিকাকে জানান, গতকাল মঙ্গলবার দুপুরে রাসেল এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে তাঁর বাড়িতে দেখা করতে যান। সেখান থেকে ফেরার পথে ঘটনাস্থলে আগে থেকে ওত পেতে থাকা ফারুক ও গাঙ্গুয়া পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে রাসেলের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১টার দিকে রাসেল মারা যান।
এ বিষয়ে প্রতিবেশীরা জানান, সম্প্রতি সদর উপজেলার কদমতলা গ্রামের রিয়াজুল নামের এক যুবককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় রাসেল ও তাঁর বন্ধুরা। এর জের ধরে রাসেলের ওপর প্রতিশোধ নিতে বিভিন্ন সময়ে রাসেলকে অনুসরণ করত।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে আহত অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল মঙ্গলবার রাতেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় আজ বুধবার দুপুরে রাসেল হত্যার বিচার দাবিতে পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তাঁর সহপাঠীরা।
নিহত রাসেল (২২) পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকার সৈয়দ ইদ্রিস মীরের ছেলে। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
রাসেলের বোন রুমা আজকের পত্রিকাকে জানান, গতকাল মঙ্গলবার দুপুরে রাসেল এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে তাঁর বাড়িতে দেখা করতে যান। সেখান থেকে ফেরার পথে ঘটনাস্থলে আগে থেকে ওত পেতে থাকা ফারুক ও গাঙ্গুয়া পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে রাসেলের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১টার দিকে রাসেল মারা যান।
এ বিষয়ে প্রতিবেশীরা জানান, সম্প্রতি সদর উপজেলার কদমতলা গ্রামের রিয়াজুল নামের এক যুবককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় রাসেল ও তাঁর বন্ধুরা। এর জের ধরে রাসেলের ওপর প্রতিশোধ নিতে বিভিন্ন সময়ে রাসেলকে অনুসরণ করত।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
৭ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
১৩ মিনিট আগে
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার নগরীর নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
১৫ মিনিট আগে