পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানিতে মাকে সুপারিগাছের সঙ্গে বেঁধে বসতঘরে আগুন দেওয়া চাকরিচ্যুত সেনাসদস্য মো. আল আমীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে পিরোজপুর আদালতে পাঠানো হয়।
এর আগে গতকাল রোববার রাতে উপজেলার পত্তাশী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আল আমীন (২৬) ইন্দুরকানি উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমীন নারী-সংক্রান্ত কারণে প্রথম স্ত্রীর অভিযোগে ২০২৪ সালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। পরে আল আমীনের চারিত্রিক সমস্যার কারণে তাঁর দ্বিতীয় স্ত্রীও তাঁকে ডিভোর্স দিয়ে চলে যান। এসব বিষয়ে আল আমীন তাঁর বাবাকে দোষারোপ করতে থাকেন।
এর জেরে গতকাল সকালে আল আমীন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তাঁর পিতাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকে। পরে স্থানীয়দের খবরে ইন্দুরকানি থানার পুলিশ তাঁর বাড়িতে গেলে আল আমীন পালিয়ে যান। পরে ফিরে এসে তিনি উত্তেজিত হয়ে নিজের মাকে ঘর থেকে টেনে নিয়ে বাইরে সুপারিগাছের সঙ্গে বেঁধে রেখে বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় বাবা জয়নাল কাজী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে ইন্দুরকানি থানায় মামলা দায়ের করেন।
জানতে চাইলে জয়নাল কাজী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরে আগুন দিয়েছে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মামলা দিয়েছি। এর বেশি কিছু বলতে চাই না।’
এ বিষয় ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় অভিযুক্ত চাকরিচ্যুত সেনাসদস্য আল আমীনকে রাতেই গ্রেপ্তার করা হয়। তাঁর পিতার মামলা শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পিরোজপুরের ইন্দুরকানিতে মাকে সুপারিগাছের সঙ্গে বেঁধে বসতঘরে আগুন দেওয়া চাকরিচ্যুত সেনাসদস্য মো. আল আমীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে পিরোজপুর আদালতে পাঠানো হয়।
এর আগে গতকাল রোববার রাতে উপজেলার পত্তাশী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আল আমীন (২৬) ইন্দুরকানি উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমীন নারী-সংক্রান্ত কারণে প্রথম স্ত্রীর অভিযোগে ২০২৪ সালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। পরে আল আমীনের চারিত্রিক সমস্যার কারণে তাঁর দ্বিতীয় স্ত্রীও তাঁকে ডিভোর্স দিয়ে চলে যান। এসব বিষয়ে আল আমীন তাঁর বাবাকে দোষারোপ করতে থাকেন।
এর জেরে গতকাল সকালে আল আমীন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তাঁর পিতাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকে। পরে স্থানীয়দের খবরে ইন্দুরকানি থানার পুলিশ তাঁর বাড়িতে গেলে আল আমীন পালিয়ে যান। পরে ফিরে এসে তিনি উত্তেজিত হয়ে নিজের মাকে ঘর থেকে টেনে নিয়ে বাইরে সুপারিগাছের সঙ্গে বেঁধে রেখে বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় বাবা জয়নাল কাজী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে ইন্দুরকানি থানায় মামলা দায়ের করেন।
জানতে চাইলে জয়নাল কাজী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরে আগুন দিয়েছে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মামলা দিয়েছি। এর বেশি কিছু বলতে চাই না।’
এ বিষয় ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় অভিযুক্ত চাকরিচ্যুত সেনাসদস্য আল আমীনকে রাতেই গ্রেপ্তার করা হয়। তাঁর পিতার মামলা শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
৪২ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে