Ajker Patrika

বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই ট্রাক খালে, সড়ক যোগাযোগ বন্ধ

পিরোজপুর প্রতিনিধি
বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই ট্রাক খালে, সড়ক যোগাযোগ বন্ধ
পিরোজপুরের ইন্দুরকানিতে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া ট্রাক। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের ইন্দুরকানিতে বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে।

আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের কলারন সন্ন্যাসীর মালবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও কলারন সন্ন্যাসী-মোরেলগঞ্জ-পিরোজপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মালবাড়ীর এ সেতুটি অনেকটাই দুর্বল ছিল। পাঁচ টনের অধিক ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হতো না। আজ ভোরে প্রায় ২৭ টন কয়লাবোঝাই একটি ট্রাক পারাপারের সময় সেতুটি ভেঙে যায়। ট্রাকটি বর্তমানে খালে পড়ে রয়েছে। এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে আছেন হাজারো মানুষ।

সড়ক ও জনপদ অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে সকালেই ঘটনাস্থলে লোক পাঠানো হয়। সড়ক বিভাগের লোকজন সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছেন।

এ বিষয়ে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ও জন সহায়তায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত