Ajker Patrika

৭ দিনের মাথায় আলটিমেটাম থেকে পিছু হটলেন কাফি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ০১
৭ দিনের মাথায় আলটিমেটাম থেকে পিছু হটলেন কাফি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নুরুজ্জামান কাফি। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়িতে অগ্নিকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও ঘর পুনর্নির্মাণের দাবিতে সরকারকে সাত দিনের আলটিমেটাম দেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। অন্যথায় রাজপথে নামার ঘোষণা দেন। অবশেষে ওই সিদ্ধান্ত থেকে পিছু হটলেন তিনি।

আজ বুধবার সাংবাদিকদের কাফি বলেন, আমার দেওয়া সাত দিনের আলটিমেটাম শেষ হলেও কোনো সুরাহা হয়নি, তবে এটা দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্যই সিআইডিতে মামলা ট্রান্সফার করা হয়েছে। ইতিমধ্যে ইনভেস্টিগেশন শুরু করছে সিআইডি। তাই আমি এ সিদ্ধান্ত বিষয়ে আরও সময় নিয়েছি।

কাফি বলেন, আর মাত্র দুদিন পর ২১ ফেব্রুয়ারি; এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ সবার কাছে। তাই আমি আপাতত সময় নেব এবং আগামী রোববার পটুয়াখালী ডিসি অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করে সবাইকে আপডেট দেব।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। আমরা তা আমলে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছিলাম, পরে তা অধিকতর ইনভেস্টিগেশনের জন্য সিআইডিতে ট্রান্সফার করা হয়েছে। আপাতত এইটুকু তথ্য আমার কাছে জানা আছে।’

উল্লেখ, ১২ ফেব্রুয়ারি রাতে নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি সরকারকে সাত দিনের আলটিমেটাম দেন, সেই সময়সীমার মধ্যে ঘর পুনর্নির্মাণ এবং অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে রাজপথে নামার ঘোষণা দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত