মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জের বাকেরগঞ্জ-বরগুনা সড়কের মহিষকাটা বাজার সংলগ্ন গোপের বাড়ি এলাকায় সড়কের ওপর একটি বড় রেইনট্রি গাছ উপড়ে পড়ে। গাছটি সরাতে ৩২ ঘণ্টা সময় লাগে। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে শতাধিক যান। ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও চালকদের।
গতকাল সোমবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মির্জাগঞ্জ থানা-পুলিশের সহায়তায় গাছটি সরানো হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা। দুই কিলোমিটার জুড়ে পরিবহন ও ট্রাক ৩২ ঘণ্টা অপেক্ষা করে সড়কের ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গাড়ি চালক সওজ বিভাগকে এ জন্য দায়ী করেছেন।
কাঁচামাল ও সবজি ভর্তি ট্রাকচালক মো. নজরুল ইসলাম বলেন, ‘৩২ ঘণ্টা ধরে এখানে অবস্থান করছি। গাড়িতে থাকা মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। এমন স্থানে আটকা পড়েছি এখানে কোনো খাবার হোটেলও নেই। একটি গাছ সরাতেই লেগে গেছে এত সময়। গাছ কাটার মেশিন অথবা অতিরিক্ত গাছ কাটার শ্রমিক নিয়ে গাছটি কাটলে এত সময় লাগত না।’
বরগুনা সওজ কার্যালয়ের সহকারী মো. খাইরুল ইসলাম বলেন, গাছটি রুহুল আমিন নামে এক গাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। তাঁর (ব্যবসায়ী রুহুল আমিন) কাটার ধীর গতিতে গাছটি সরিয়েছে। এতে সময় লেগেছে। মেশিন দিয়ে কাটলে এত সময় লাগত না।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মহিষকাটা বাজারের পরে সড়কে গাছ পড়ে ঢাকা বরগুনা যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে মির্জাগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে গাছ অপসারণ করে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জের বাকেরগঞ্জ-বরগুনা সড়কের মহিষকাটা বাজার সংলগ্ন গোপের বাড়ি এলাকায় সড়কের ওপর একটি বড় রেইনট্রি গাছ উপড়ে পড়ে। গাছটি সরাতে ৩২ ঘণ্টা সময় লাগে। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে শতাধিক যান। ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও চালকদের।
গতকাল সোমবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মির্জাগঞ্জ থানা-পুলিশের সহায়তায় গাছটি সরানো হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা। দুই কিলোমিটার জুড়ে পরিবহন ও ট্রাক ৩২ ঘণ্টা অপেক্ষা করে সড়কের ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গাড়ি চালক সওজ বিভাগকে এ জন্য দায়ী করেছেন।
কাঁচামাল ও সবজি ভর্তি ট্রাকচালক মো. নজরুল ইসলাম বলেন, ‘৩২ ঘণ্টা ধরে এখানে অবস্থান করছি। গাড়িতে থাকা মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। এমন স্থানে আটকা পড়েছি এখানে কোনো খাবার হোটেলও নেই। একটি গাছ সরাতেই লেগে গেছে এত সময়। গাছ কাটার মেশিন অথবা অতিরিক্ত গাছ কাটার শ্রমিক নিয়ে গাছটি কাটলে এত সময় লাগত না।’
বরগুনা সওজ কার্যালয়ের সহকারী মো. খাইরুল ইসলাম বলেন, গাছটি রুহুল আমিন নামে এক গাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। তাঁর (ব্যবসায়ী রুহুল আমিন) কাটার ধীর গতিতে গাছটি সরিয়েছে। এতে সময় লেগেছে। মেশিন দিয়ে কাটলে এত সময় লাগত না।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মহিষকাটা বাজারের পরে সড়কে গাছ পড়ে ঢাকা বরগুনা যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে মির্জাগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে গাছ অপসারণ করে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৮ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১১ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২৭ মিনিট আগে