পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে আবারও রাজনৈতিক অঙ্গনে সরব হয়ে উঠেছেন বিএনপির বিতর্কিত ও বহিষ্কৃত নেতা-কর্মীরা। গত বছরের ৫ আগস্ট দলের শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে বহিষ্কৃত নেতাদের বিএনপির মিছিল ও সভা-সমাবেশে অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। একই সঙ্গে ইসলামী আন্দোলনের বিজয় মিছিলে আওয়ামী লীগের সাবেক এক নেতার উপস্থিতি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বাউফলে বিএনপির তিনটি পক্ষ, জামায়াত এবং ইসলামী আন্দোলন পৃথকভাবে বিজয় মিছিলের আয়োজন করে। দিনটিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার এবং কেন্দ্রীয় নেতা এ কে এম ফারুক তালুকদার নিজ নিজ অনুসারীদের নিয়ে আলাদা মিছিল করেন।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, শহিদুল আলম তালুকদারের মিছিলে দেখা যায়, আলোচিত সিএনজি চোর চক্রের হোতা মো. সানুকে, যিনি অতীতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডের দায়ে তাঁকে বহিষ্কার করা হয়। একইভাবে দল থেকে অব্যাহতি পাওয়া জসিম উদ্দিনকেও শহিদুল আলম তালুকদারের সভায় বক্তৃতা দিতে দেখা যায়।
বিষয়টি জানতে চাইলে শহিদুল আলম তালুকদার সাংবাদিকদের বলেন, ‘সানুর বহিষ্কারের বিষয়টি আমার জানা ছিল না। আর এত বড় মিছিলে কে এল, কে এল না, সেটা খেয়াল রাখা সম্ভব নয়। যেহেতু তাঁরা দল করেন, আসতেই পারেন।’
অন্যদিকে এ কে এম ফারুক তালুকদারের মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় হুমায়ুন কবিরকে, যিনি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পৌর বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি পেয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব মো. অলিয়ার রহমান, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান ও আলোচিত মাদক কারবারি আবদুল মালেক।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান টোটন বলেন, যাঁরা দলীয় শৃঙ্খলাভঙ্গ বা অনৈতিক কর্মকাণ্ডের দায়ে বহিষ্কৃত, তাঁদের কোনোভাবেই বিএনপির ব্যানারে মিছিল বা সভায় নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই। কেউ যদি এমন কাউকে আশ্রয় দেন, তাহলে তাঁর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী আন্দোলনের ব্যানারে একটি বিজয় মিছিল বের হয় বাউফল সরকারি কলেজ মাঠ থেকে। তবে এই মিছিলে ব্যানার হাতে দেখা যায়, একসময়ের আওয়ামী লীগের নেতা, বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম ইউসুফকে। তাঁর এই অংশগ্রহণ ঘিরে স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুনতাসির তাসরিফ লামিম বলেন, এস এম ইউসুফ একজন বিতর্কিত চরিত্র। তিনি ফ্যাসিস্ট সরকারের দোসর। বিজয় মিছিলে তাঁর উপস্থিতি প্রশ্নবিদ্ধ।
ইসলামী আন্দোলনের বাউফল উপজেলা সভাপতি মো. নজরুল ইসলাম সিকদার বলেন, ‘উনি (ইউসুফ) নিজে নিজেই মিছিলে ঢুকে পড়েছেন। কেউ তাঁকে দাওয়াত দেয়নি। আমরা ভবিষ্যতে সতর্ক থাকব।’

পটুয়াখালীর বাউফলে আবারও রাজনৈতিক অঙ্গনে সরব হয়ে উঠেছেন বিএনপির বিতর্কিত ও বহিষ্কৃত নেতা-কর্মীরা। গত বছরের ৫ আগস্ট দলের শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে বহিষ্কৃত নেতাদের বিএনপির মিছিল ও সভা-সমাবেশে অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। একই সঙ্গে ইসলামী আন্দোলনের বিজয় মিছিলে আওয়ামী লীগের সাবেক এক নেতার উপস্থিতি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বাউফলে বিএনপির তিনটি পক্ষ, জামায়াত এবং ইসলামী আন্দোলন পৃথকভাবে বিজয় মিছিলের আয়োজন করে। দিনটিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার এবং কেন্দ্রীয় নেতা এ কে এম ফারুক তালুকদার নিজ নিজ অনুসারীদের নিয়ে আলাদা মিছিল করেন।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, শহিদুল আলম তালুকদারের মিছিলে দেখা যায়, আলোচিত সিএনজি চোর চক্রের হোতা মো. সানুকে, যিনি অতীতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডের দায়ে তাঁকে বহিষ্কার করা হয়। একইভাবে দল থেকে অব্যাহতি পাওয়া জসিম উদ্দিনকেও শহিদুল আলম তালুকদারের সভায় বক্তৃতা দিতে দেখা যায়।
বিষয়টি জানতে চাইলে শহিদুল আলম তালুকদার সাংবাদিকদের বলেন, ‘সানুর বহিষ্কারের বিষয়টি আমার জানা ছিল না। আর এত বড় মিছিলে কে এল, কে এল না, সেটা খেয়াল রাখা সম্ভব নয়। যেহেতু তাঁরা দল করেন, আসতেই পারেন।’
অন্যদিকে এ কে এম ফারুক তালুকদারের মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় হুমায়ুন কবিরকে, যিনি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পৌর বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি পেয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব মো. অলিয়ার রহমান, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান ও আলোচিত মাদক কারবারি আবদুল মালেক।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান টোটন বলেন, যাঁরা দলীয় শৃঙ্খলাভঙ্গ বা অনৈতিক কর্মকাণ্ডের দায়ে বহিষ্কৃত, তাঁদের কোনোভাবেই বিএনপির ব্যানারে মিছিল বা সভায় নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই। কেউ যদি এমন কাউকে আশ্রয় দেন, তাহলে তাঁর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী আন্দোলনের ব্যানারে একটি বিজয় মিছিল বের হয় বাউফল সরকারি কলেজ মাঠ থেকে। তবে এই মিছিলে ব্যানার হাতে দেখা যায়, একসময়ের আওয়ামী লীগের নেতা, বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম ইউসুফকে। তাঁর এই অংশগ্রহণ ঘিরে স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুনতাসির তাসরিফ লামিম বলেন, এস এম ইউসুফ একজন বিতর্কিত চরিত্র। তিনি ফ্যাসিস্ট সরকারের দোসর। বিজয় মিছিলে তাঁর উপস্থিতি প্রশ্নবিদ্ধ।
ইসলামী আন্দোলনের বাউফল উপজেলা সভাপতি মো. নজরুল ইসলাম সিকদার বলেন, ‘উনি (ইউসুফ) নিজে নিজেই মিছিলে ঢুকে পড়েছেন। কেউ তাঁকে দাওয়াত দেয়নি। আমরা ভবিষ্যতে সতর্ক থাকব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে