Ajker Patrika

ডায়াবেটিস চিহ্নিত করতে পটুয়াখালীতে সচেতনতা সভা

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ১১
পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে পাশে বসিয়ে ডিসির কর্মসূচি। ছবি: সংগৃহীত
পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে পাশে বসিয়ে ডিসির কর্মসূচি। ছবি: সংগৃহীত

তারুণ্যের উৎসব উপলক্ষে পটুয়াখালীর ডায়াবেটিক হাসপাতালে ডায়াবেটিস চিহ্নিত করতে সভা করেছে ডায়াবেটিক সমিতি। সম্প্রতি অনুষ্ঠিত ওই সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সঙ্গে স্থানীয় নাগরিকেরা উপস্থিত ছিলেন।

ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তাঁর বাঁ পাশে মঞ্চে বসা ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

অনুষ্ঠানে সিভিল সার্জন এস এম কবির হাসান, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শফিকুর রহমান চাঁন উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতার মঞ্চে বসা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করে। কেউ কেউ তাকে অনুষ্ঠানের রাখা নিয়ে সমালোচনা করেন। তবে ডায়াবেটিক সমিতি বলেছে, শফিকুর রহমান চাঁনকে সমিতির আজীবন সদস্য হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে।

জানতে চাইলে ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শিকদার বলেন, ‘অনুষ্ঠানে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সবাই লাইফ মেম্বার (আজীবন সদস্য)। এর বাইরে কেউ নেই। এছাড়া ওখানে কোনো প্রধান অতিথি ও বিশেষ অতিথি রাখা হয়নি। ডিসি স্যার সভাপতি ছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত