মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৩৫ ঘণ্টায়ও বিদ্যুৎ পাননি কয়েক হাজার গ্রাহক। গতকাল রোববার বেলা ১১টা থেকে আজ সোমবার রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ বিহীন এ সব গ্রাহকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, রোববার বেলা ১১ টার দিকে ঝড়ের কারণে গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের লাইনের ওপরে পড়ে। এরপর কাঁঠালতলি কেন্দ্রের ইনচার্জ মো.আল-আমিন ও লাইনম্যান সম্রাট গ্রাহকদের গাছের ডালপালা পরিষ্কার করতে বলেন।
আজ সোমবার সকালে এলাকাবাসী বিদ্যুতের লাইনে পড়ে থাকা গাছপালা সরিয়ে ফেলেন। এরপর কাঁঠালতলি অভিযোগ কেন্দ্রের ইনচার্জকে লাইনটি চালু করার জন্য অনুরোধ করে এলাকাবাসী। ১০ ঘণ্টা সময় পার হলেও তিনি ওই লাইনগুলো চালু করেননি।
মাধবখালি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, মুন্সিরহাট বাজারসহ কিসমত ঝাটিবুনিয়া, বাজিতা চতুর্থ খন্ড ও মাধবখালী গ্রামে অনেকগুলো গ্রাহক রয়েছে। ঝড়ের পরে বিদ্যুৎ বিভাগের কোনো লোকজন এখন পর্যন্ত এখানে আসেনি।
কাঁঠালতলি অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আমাদেরকে ডাল কেটে সরিয়ে দিতে বলেন। আমরা নিজেরা লোকজন দিয়ে ডাল-পালা সরিয়ে দিলেও এখন পর্যন্ত বিদ্যুৎ দেয়নি। অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. আল আমিনের সাহেবের সঙ্গে যোগাযোগ করলে তিনি গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করেন।
এ বিষয়ে কাঁঠালতলি অভিযোগ কেন্দ্রের ইনর্চাজ মো. আল আমিন হোসেন বলেন, ‘ওই এলাকার গ্রাহকেরা নিজেরাই ডালপালা কেটে সরিয়ে দিয়েছেন। আমি অনেক দূরে আছি। রাতে লাইনটি চালু করা হবে।’
মির্জাগঞ্জ সাব জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মেহেদী হাসান বলেন, ‘ওই লাইনে যাতে দ্রুত সংযোগ দেওয়া হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করলে বিষয়টি আমি দেখব।’

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৩৫ ঘণ্টায়ও বিদ্যুৎ পাননি কয়েক হাজার গ্রাহক। গতকাল রোববার বেলা ১১টা থেকে আজ সোমবার রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ বিহীন এ সব গ্রাহকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, রোববার বেলা ১১ টার দিকে ঝড়ের কারণে গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের লাইনের ওপরে পড়ে। এরপর কাঁঠালতলি কেন্দ্রের ইনচার্জ মো.আল-আমিন ও লাইনম্যান সম্রাট গ্রাহকদের গাছের ডালপালা পরিষ্কার করতে বলেন।
আজ সোমবার সকালে এলাকাবাসী বিদ্যুতের লাইনে পড়ে থাকা গাছপালা সরিয়ে ফেলেন। এরপর কাঁঠালতলি অভিযোগ কেন্দ্রের ইনচার্জকে লাইনটি চালু করার জন্য অনুরোধ করে এলাকাবাসী। ১০ ঘণ্টা সময় পার হলেও তিনি ওই লাইনগুলো চালু করেননি।
মাধবখালি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, মুন্সিরহাট বাজারসহ কিসমত ঝাটিবুনিয়া, বাজিতা চতুর্থ খন্ড ও মাধবখালী গ্রামে অনেকগুলো গ্রাহক রয়েছে। ঝড়ের পরে বিদ্যুৎ বিভাগের কোনো লোকজন এখন পর্যন্ত এখানে আসেনি।
কাঁঠালতলি অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আমাদেরকে ডাল কেটে সরিয়ে দিতে বলেন। আমরা নিজেরা লোকজন দিয়ে ডাল-পালা সরিয়ে দিলেও এখন পর্যন্ত বিদ্যুৎ দেয়নি। অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. আল আমিনের সাহেবের সঙ্গে যোগাযোগ করলে তিনি গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করেন।
এ বিষয়ে কাঁঠালতলি অভিযোগ কেন্দ্রের ইনর্চাজ মো. আল আমিন হোসেন বলেন, ‘ওই এলাকার গ্রাহকেরা নিজেরাই ডালপালা কেটে সরিয়ে দিয়েছেন। আমি অনেক দূরে আছি। রাতে লাইনটি চালু করা হবে।’
মির্জাগঞ্জ সাব জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মেহেদী হাসান বলেন, ‘ওই লাইনে যাতে দ্রুত সংযোগ দেওয়া হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করলে বিষয়টি আমি দেখব।’

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৫ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৮ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে