পটুয়াখালী প্রতিনিধি

পরীক্ষার দিন ভোরেই হারিয়েছে বাবাকে। হৃদয়বিদারক সেই মুহূর্তেও মন শক্ত করে বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষাকেন্দ্রে যায় মারিয়া আক্তার। আজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৩ দশমিক ৮৩ পেয়েছে সে। আশানুরূপ ফল না হওয়ায় কান্নায় ভেঙে পড়ে এই সাহসী কন্যা।
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া। গত ১০ এপ্রিল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা মামুন হাওলাদার। ওই দিনই ছিল মারিয়ার গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা। বাবার মৃত্যুশোক সামলে পরীক্ষায় অংশ নেওয়ার সেই দুঃসাহসিক সিদ্ধান্ত নেয় সে।
মারিয়া বলে, ‘বাবা সব সময় চাইতেন আমি মানুষ হই। তিনি স্বপ্ন দেখতেন আমাকে একজন ডাক্তার হিসেবে দেখতে। বাবার মুখটা মনে করে চোখের জল নিয়েই পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলাম। কিন্তু যেভাবে পড়েছিলাম, সেভাবে ফল হয়নি। তাই খুব কষ্ট লাগছে।’
বাবার স্বপ্ন ছিল মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। সেই স্বপ্ন বুকে ধারণ করে মারিয়া পড়াশোনা করেছে বিজ্ঞান বিভাগে। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সে বলে, ‘আমি কোথায় ভর্তি হব, সেটা আমার চাচার সিদ্ধান্ত অনুযায়ী হবে।’
মারিয়ার ছোট চাচা অলিউল্লাহ বলেন, ‘ভাই মারা যাওয়ার পর ও একেবারে ভেঙে পড়েছিল। আমরা সাহস দিয়েছি, পাশে থেকেছি। আল্লাহর রহমতে সে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। এই রেজাল্ট দিয়ে আমরা তাকে ঢাকায় ভালো কোনো কলেজে ভর্তি করাতে চাই। আশা করছি, ইন্টারে সে আরও ভালো করবে।’

পরীক্ষার দিন ভোরেই হারিয়েছে বাবাকে। হৃদয়বিদারক সেই মুহূর্তেও মন শক্ত করে বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষাকেন্দ্রে যায় মারিয়া আক্তার। আজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৩ দশমিক ৮৩ পেয়েছে সে। আশানুরূপ ফল না হওয়ায় কান্নায় ভেঙে পড়ে এই সাহসী কন্যা।
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া। গত ১০ এপ্রিল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা মামুন হাওলাদার। ওই দিনই ছিল মারিয়ার গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা। বাবার মৃত্যুশোক সামলে পরীক্ষায় অংশ নেওয়ার সেই দুঃসাহসিক সিদ্ধান্ত নেয় সে।
মারিয়া বলে, ‘বাবা সব সময় চাইতেন আমি মানুষ হই। তিনি স্বপ্ন দেখতেন আমাকে একজন ডাক্তার হিসেবে দেখতে। বাবার মুখটা মনে করে চোখের জল নিয়েই পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলাম। কিন্তু যেভাবে পড়েছিলাম, সেভাবে ফল হয়নি। তাই খুব কষ্ট লাগছে।’
বাবার স্বপ্ন ছিল মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। সেই স্বপ্ন বুকে ধারণ করে মারিয়া পড়াশোনা করেছে বিজ্ঞান বিভাগে। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সে বলে, ‘আমি কোথায় ভর্তি হব, সেটা আমার চাচার সিদ্ধান্ত অনুযায়ী হবে।’
মারিয়ার ছোট চাচা অলিউল্লাহ বলেন, ‘ভাই মারা যাওয়ার পর ও একেবারে ভেঙে পড়েছিল। আমরা সাহস দিয়েছি, পাশে থেকেছি। আল্লাহর রহমতে সে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। এই রেজাল্ট দিয়ে আমরা তাকে ঢাকায় ভালো কোনো কলেজে ভর্তি করাতে চাই। আশা করছি, ইন্টারে সে আরও ভালো করবে।’

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১১ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
২৪ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে