পটুয়াখালী প্রতিনিধি

দীর্ঘ ৬ বছর অপেক্ষার পর পটুয়াখালীর বাউফলের মো. ইমরান হোসেনের সঙ্গে বিয়ের আগামীকাল বৃহস্পতিবার পিঁড়িতে বসতে যাচ্ছেন ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া। গতকাল মঙ্গলবার বাংলাদেশে ফিরে আজ বুধবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এ তথ্য জানান তাঁরা।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য ও ইমরানের আইনজীবী অ্যাডভোকেট আল-আমিন হোসেন।
অ্যাডভোকেট আল-আমিন জানান, ২০১৬ সালে ইমরানের সঙ্গে ইন্দোনেশিয়ার এই তরুণীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ২০১৭ সালে তরুণী বাংলাদেশে এলেও বাংলাদেশি আইনে তরুণীর বিয়ের বয়স না হওয়ায় তিনি আবারও ইন্দোনেশিয়ায় ফিরে যান। তবে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ এসে আজ দুপুরে আদালতের বিচারক আসিকুর রহমানের সামনে ইমরান হোসেন (২৫) ও নিকি উল ফিয়ার (২৩) বিয়ের অ্যাফিডেভিট সম্পন্ন হয়।

জানা গেছে, ইমরান জেলার বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এ ছাড়া নিকি উল ফিয়া ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তার মায়ের নাম শ্রীআনি। আগামীকাল বৃহস্পতিবার (২ মার্চ) ইমরানের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে।
এ বিষয়ে ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিকির সঙ্গে আমার ২০১৭ সাল থেকে প্রেমের সম্পর্ক। ওই সময়ে আমাদের বয়স না হওয়ায় বিয়ে করতে না পারলেও আজ আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। আগামীকাল আমাদের পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান হবে। আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়ার দরখাস্ত রইল।’
ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া বলেন, ‘আমার বাবা-মায়ের সম্মতিতে এই বিয়ে হচ্ছে এবং তাঁরাই বিয়ের তারিখ নির্ধারণ করে দিয়েছেন। আজকে আমি অনেক খুশি, বাংলাদেশ আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সারা জীবন বাংলাদেশ থেকে যাব।’
ইমরানের মা মোসা. বীথি আক্তার বলেন, ‘নিকি এর আগে যখন এসেছিল তখন আমার ছেলে এবং নিকির বিয়ের বয়স হয়নি। যেহেতু সে অন্য একটি দেশের মেয়ে দুইবার আমাদের কাছে বিয়ের জন্য এসেছে আমার কাছে বিষয়টি ভালো লেগেছে। নিকির পরিবারের সঙ্গে কথা হয়েছে তাদের সম্মতিতে আমরা ছোট পরিসরে পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করেছি।’

দীর্ঘ ৬ বছর অপেক্ষার পর পটুয়াখালীর বাউফলের মো. ইমরান হোসেনের সঙ্গে বিয়ের আগামীকাল বৃহস্পতিবার পিঁড়িতে বসতে যাচ্ছেন ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া। গতকাল মঙ্গলবার বাংলাদেশে ফিরে আজ বুধবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এ তথ্য জানান তাঁরা।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য ও ইমরানের আইনজীবী অ্যাডভোকেট আল-আমিন হোসেন।
অ্যাডভোকেট আল-আমিন জানান, ২০১৬ সালে ইমরানের সঙ্গে ইন্দোনেশিয়ার এই তরুণীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ২০১৭ সালে তরুণী বাংলাদেশে এলেও বাংলাদেশি আইনে তরুণীর বিয়ের বয়স না হওয়ায় তিনি আবারও ইন্দোনেশিয়ায় ফিরে যান। তবে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ এসে আজ দুপুরে আদালতের বিচারক আসিকুর রহমানের সামনে ইমরান হোসেন (২৫) ও নিকি উল ফিয়ার (২৩) বিয়ের অ্যাফিডেভিট সম্পন্ন হয়।

জানা গেছে, ইমরান জেলার বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এ ছাড়া নিকি উল ফিয়া ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তার মায়ের নাম শ্রীআনি। আগামীকাল বৃহস্পতিবার (২ মার্চ) ইমরানের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে।
এ বিষয়ে ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিকির সঙ্গে আমার ২০১৭ সাল থেকে প্রেমের সম্পর্ক। ওই সময়ে আমাদের বয়স না হওয়ায় বিয়ে করতে না পারলেও আজ আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। আগামীকাল আমাদের পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান হবে। আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়ার দরখাস্ত রইল।’
ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া বলেন, ‘আমার বাবা-মায়ের সম্মতিতে এই বিয়ে হচ্ছে এবং তাঁরাই বিয়ের তারিখ নির্ধারণ করে দিয়েছেন। আজকে আমি অনেক খুশি, বাংলাদেশ আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সারা জীবন বাংলাদেশ থেকে যাব।’
ইমরানের মা মোসা. বীথি আক্তার বলেন, ‘নিকি এর আগে যখন এসেছিল তখন আমার ছেলে এবং নিকির বিয়ের বয়স হয়নি। যেহেতু সে অন্য একটি দেশের মেয়ে দুইবার আমাদের কাছে বিয়ের জন্য এসেছে আমার কাছে বিষয়টি ভালো লেগেছে। নিকির পরিবারের সঙ্গে কথা হয়েছে তাদের সম্মতিতে আমরা ছোট পরিসরে পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করেছি।’

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২০ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২৩ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩২ মিনিট আগে