Ajker Patrika

দশমিনায় ট্রাকচালক হত্যার ‘মূল হোতা’ র‍্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
দশমিনায় ট্রাকচালক হত্যার ‘মূল হোতা’ র‍্যাবের হাতে গ্রেপ্তার

পটুয়াখালীর দশমিনায় ট্রাকচালক আল আমিন হত্যার ঘটনায় ‘মূল হোতা’ মো. শাহিনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে বরিশাল র‍্যাবের মিডিয়া সেল থেকে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানানো হয়। শাহিন উপজেলার খলিশাখালী এলাকার বাসিন্দা।

মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, চালক আল আমিন (৩৩) গত ১৭ এপ্রিল সন্ধ্যায় রডবোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রাম থেকে বরিশালে যাচ্ছিলেন। পরদিন রাতে চালক আল আমিন ট্রাক নিয়ে পটুয়াখালীর বাউফল থানার কালিশুরি পয়েন্টে পৌঁছানোর কথা জানান ট্রাকের মালিক ও তাঁর মামা মো. সবুজকে। পরে আর মালিক বা স্বজনদের সঙ্গে আল আমিনের যোগাযোগ হয়নি।

গত ২০ এপ্রিল পটুয়াখালীর দশমিনা থানার পাতারচর গ্রামের তেঁতুলিয়া নদী থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়। লাশ শনাক্ত করার পর মৃতের মামা মো. সবুজ বাদী হয়ে দশমিনা থানায় হত্যা মামলা করেন।

দশমিনা থানার তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত করে ওই হত্যাকাণ্ডে মো. শাহিন (২৮) সম্পৃক্ত বলে নিশ্চিত হন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ৯ টন রডসহ ট্রাক জব্দ করে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার শাহিনকে পটুয়াখালীর দশমিনা থানায় হস্তান্তর করা হয়েছে। রডসহ ট্রাক আত্মসাৎ করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত