মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের আশ্বাসে বাড়িতে এনে এক তরুণীকে (২৬) নির্যাতনের মামলায় এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বপন কুমার দাস এ রায় ঘোষণা করেন। ৬ ফেব্রুয়ারি এ আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এইচ এম মোজাম্মেল হক বাবুল।
অভিযুক্ত যুবকের নাম মাহবুব আলম আলমীর (৩০)। তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভোলা জেলা অফিসে কম্পিউটার টাইপিস্ট পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। মাহবুব আলম উপজেলার মাধবখালী ইউনিয়নের মাধবখালী গ্রামের সাখাওয়াত হাওলাদারের ছেলে। ভুক্তভোগী তরুণীর বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় বলে জানা গেছে।
বাদীপক্ষের আইনজীবী এইচ এম মোজাম্মেল হক বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘ওই তরুণীর দায়ের করা সিআর-৩০/২৩ মামলায় সোমবার এনএসআই সদস্য মাহবুব আলম আলমীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। তবে এ মামলার অপর দুই আসামি আলমীরের বাবা সাখাওয়াত হোসেন ও মা সাহানা বেগমের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।’
মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনো মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, মোহাম্মদ মাহবুব আলম আলমীর। ভোলা জেলা এনএসআই অফিসে কম্পিউটার টাইপিস্ট পদে কর্মরত রয়েছেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১১ সালে ঢাকা যাওয়ার পথে একটি বাসে পরিচয় হয় ওই তরুণী ও মাহবুব আলম আলমীরের। এরপর মোবাইল ফোনে তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঢাকায় বোনের বাসায় তরুণী ও আলমীরের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়। ২০২০ সালে মাহবুব আলমের এনএসআইয়ে কম্পিউটার অপারেটর পদে চাকরি হয়। গত ২২ ডিসেম্বর মাহবুব আলম অভিভাবকের সঙ্গে আলোচনা সাপেক্ষে ওই তরুণীকে বিয়ে করবেন বলে গ্রামের বাড়িতে আসতে বলেন। তরুণী ওই দিন মাহবুবের গ্রামের বাড়ি মাধবখালীতে যান। পরে অভিযুক্ত মাহবুব ওই তরুণীকে বিয়ে না করে, উল্টো মা-বাবাকে সঙ্গে নিয়ে তাঁকে শারীরিক নির্যাতন করেন।
এ বিষয়ে ওই তরুণী আজকের পত্রিকাকে বলেন, ‘মাহবুবের সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের দাবি করলে, সে তা বারবার প্রত্যাখ্যান করে আসছিল। বিয়ের দাবিতে গত ২২ ডিসেম্বর মাহবুব আলমের বাড়িতে গেলে তাঁর মা-বাবাকে সাথে নিয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে তাড়িয়ে দেয়।’

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের আশ্বাসে বাড়িতে এনে এক তরুণীকে (২৬) নির্যাতনের মামলায় এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বপন কুমার দাস এ রায় ঘোষণা করেন। ৬ ফেব্রুয়ারি এ আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এইচ এম মোজাম্মেল হক বাবুল।
অভিযুক্ত যুবকের নাম মাহবুব আলম আলমীর (৩০)। তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভোলা জেলা অফিসে কম্পিউটার টাইপিস্ট পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। মাহবুব আলম উপজেলার মাধবখালী ইউনিয়নের মাধবখালী গ্রামের সাখাওয়াত হাওলাদারের ছেলে। ভুক্তভোগী তরুণীর বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় বলে জানা গেছে।
বাদীপক্ষের আইনজীবী এইচ এম মোজাম্মেল হক বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘ওই তরুণীর দায়ের করা সিআর-৩০/২৩ মামলায় সোমবার এনএসআই সদস্য মাহবুব আলম আলমীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। তবে এ মামলার অপর দুই আসামি আলমীরের বাবা সাখাওয়াত হোসেন ও মা সাহানা বেগমের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।’
মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনো মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, মোহাম্মদ মাহবুব আলম আলমীর। ভোলা জেলা এনএসআই অফিসে কম্পিউটার টাইপিস্ট পদে কর্মরত রয়েছেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১১ সালে ঢাকা যাওয়ার পথে একটি বাসে পরিচয় হয় ওই তরুণী ও মাহবুব আলম আলমীরের। এরপর মোবাইল ফোনে তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঢাকায় বোনের বাসায় তরুণী ও আলমীরের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়। ২০২০ সালে মাহবুব আলমের এনএসআইয়ে কম্পিউটার অপারেটর পদে চাকরি হয়। গত ২২ ডিসেম্বর মাহবুব আলম অভিভাবকের সঙ্গে আলোচনা সাপেক্ষে ওই তরুণীকে বিয়ে করবেন বলে গ্রামের বাড়িতে আসতে বলেন। তরুণী ওই দিন মাহবুবের গ্রামের বাড়ি মাধবখালীতে যান। পরে অভিযুক্ত মাহবুব ওই তরুণীকে বিয়ে না করে, উল্টো মা-বাবাকে সঙ্গে নিয়ে তাঁকে শারীরিক নির্যাতন করেন।
এ বিষয়ে ওই তরুণী আজকের পত্রিকাকে বলেন, ‘মাহবুবের সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের দাবি করলে, সে তা বারবার প্রত্যাখ্যান করে আসছিল। বিয়ের দাবিতে গত ২২ ডিসেম্বর মাহবুব আলমের বাড়িতে গেলে তাঁর মা-বাবাকে সাথে নিয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে তাড়িয়ে দেয়।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৪ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৮ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে