পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজে নদে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আল-আমিনের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে বুড়াগৌরাঙ্গ নদ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও রাঙ্গাবালী নৌ পুলিশের যৌথ অভিযানে এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় লাশটি উদ্ধার করে চরমোন্তাজ লঞ্চঘাটে নিয়ে আসা হয়।
মৃত আল-আমিনের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে।
রাঙ্গাবালী নৌ পুলিশকেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল চরমোন্তাজ লঞ্চঘাট থেকে উত্তর দিকে ৫০০ গজ দূরে ভাসমান অবস্থায় লাশটি বুড়াগৌরাঙ্গ নদে পাওয়া যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের এই ডুবুরি দলের নেতৃত্বে থাকা লিডার মজিবুর রহমান বলেন, ‘গতকাল বেলা ২টার পর থেকে টানা উদ্ধার অভিযানের পর আজ দুপুরে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি স্থানীয় নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছি।’
এর আগে সোমবার সকাল ৯টার দিকে সাগর থেকে মাছ ধরে ফেরার পর চরমোন্তাজ লঞ্চঘাটে ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে নদে পড়ে যান আল-আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে যাওয়ার সময় তাঁর মাথায় আঘাত লাগে। ঘটনার পরপরই অন্য জেলে এবং নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে পটুয়াখালী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড অভিযানে যোগ দেয়। আলোক স্বল্পতার কারণে সন্ধ্যায় অভিযান স্থগিত হলেও আজ সকাল থেকে আবার ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌ পুলিশ অভিযানে নেমে দুপুরে আল আমিনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজে নদে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আল-আমিনের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে বুড়াগৌরাঙ্গ নদ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও রাঙ্গাবালী নৌ পুলিশের যৌথ অভিযানে এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় লাশটি উদ্ধার করে চরমোন্তাজ লঞ্চঘাটে নিয়ে আসা হয়।
মৃত আল-আমিনের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে।
রাঙ্গাবালী নৌ পুলিশকেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল চরমোন্তাজ লঞ্চঘাট থেকে উত্তর দিকে ৫০০ গজ দূরে ভাসমান অবস্থায় লাশটি বুড়াগৌরাঙ্গ নদে পাওয়া যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের এই ডুবুরি দলের নেতৃত্বে থাকা লিডার মজিবুর রহমান বলেন, ‘গতকাল বেলা ২টার পর থেকে টানা উদ্ধার অভিযানের পর আজ দুপুরে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি স্থানীয় নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছি।’
এর আগে সোমবার সকাল ৯টার দিকে সাগর থেকে মাছ ধরে ফেরার পর চরমোন্তাজ লঞ্চঘাটে ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে নদে পড়ে যান আল-আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে যাওয়ার সময় তাঁর মাথায় আঘাত লাগে। ঘটনার পরপরই অন্য জেলে এবং নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে পটুয়াখালী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড অভিযানে যোগ দেয়। আলোক স্বল্পতার কারণে সন্ধ্যায় অভিযান স্থগিত হলেও আজ সকাল থেকে আবার ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌ পুলিশ অভিযানে নেমে দুপুরে আল আমিনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
৯ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
৩১ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
৩৪ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে