প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী বাস মালিক শ্রমিক এবং তিন চাকার যানবাহনের মালিক শ্রমিকদের মধ্যে আলোচনা ও সমঝোতার প্রেক্ষিতে পটুয়াখালী আন্তজেলা বাস ও মিনিবাস চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও বাস মালিকদের সভায় অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়।
জানা যায়, আজ সকালে বাস মালিক সমিতির করা চেক পোস্টের নামে চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতন বন্ধ না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন অটোরিকশা ও অটো বাইক শ্রমিকেরা। পরে উক্ত দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে অবৈধ তিন চাকার যানবাহন অটোরিকশা, টমটম, থ্রিহুইলার চলাচল বন্ধের দাবিতে ও বাস মিনিবাস সমিতিকে অবৈধ বলার কারণে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটে বাস মিনিবাস চলাচল বন্ধ করে দেয় জেলা বাস মিনিবাস মালিক সমিতি। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে চলাচলরত যাত্রীরা।
ঘটনার কিছুক্ষণ পর পুলিশ বিভাগের হস্তক্ষেপে সড়ক থেকে বাস সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ মৃধা বলেন, মূলত ব্যাটারিচালিত অটো ও টমটম মহাসড়কে চলাচল করতে চেয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত অটো, টমটম, থ্রিহুইলার মহাসড়কে চলাচল করতে পারবে না। বাস মালিক গ্রুপ থেকে জেলা অতিরিক্ত প্রশাসক মহোদয়ের কাছে এ দাবি তোলা হয়। কিন্তু যেভাবে মহাসড়কে গাড়িগুলো চলাচল করছে সে রকমভাবেই চলবে বলে জানানো হয়। এ রায় আসায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিকেরা।
জেলা প্রশাসক কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ মৃধা, বাস মালিক আশরাফ হাওলাদার, বাস মালিক মিজানুর রহমান, বাস মালিক শামিম মৃধা প্রমুখ।

পটুয়াখালী বাস মালিক শ্রমিক এবং তিন চাকার যানবাহনের মালিক শ্রমিকদের মধ্যে আলোচনা ও সমঝোতার প্রেক্ষিতে পটুয়াখালী আন্তজেলা বাস ও মিনিবাস চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও বাস মালিকদের সভায় অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়।
জানা যায়, আজ সকালে বাস মালিক সমিতির করা চেক পোস্টের নামে চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতন বন্ধ না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন অটোরিকশা ও অটো বাইক শ্রমিকেরা। পরে উক্ত দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে অবৈধ তিন চাকার যানবাহন অটোরিকশা, টমটম, থ্রিহুইলার চলাচল বন্ধের দাবিতে ও বাস মিনিবাস সমিতিকে অবৈধ বলার কারণে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটে বাস মিনিবাস চলাচল বন্ধ করে দেয় জেলা বাস মিনিবাস মালিক সমিতি। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে চলাচলরত যাত্রীরা।
ঘটনার কিছুক্ষণ পর পুলিশ বিভাগের হস্তক্ষেপে সড়ক থেকে বাস সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ মৃধা বলেন, মূলত ব্যাটারিচালিত অটো ও টমটম মহাসড়কে চলাচল করতে চেয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত অটো, টমটম, থ্রিহুইলার মহাসড়কে চলাচল করতে পারবে না। বাস মালিক গ্রুপ থেকে জেলা অতিরিক্ত প্রশাসক মহোদয়ের কাছে এ দাবি তোলা হয়। কিন্তু যেভাবে মহাসড়কে গাড়িগুলো চলাচল করছে সে রকমভাবেই চলবে বলে জানানো হয়। এ রায় আসায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিকেরা।
জেলা প্রশাসক কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ মৃধা, বাস মালিক আশরাফ হাওলাদার, বাস মালিক মিজানুর রহমান, বাস মালিক শামিম মৃধা প্রমুখ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১৩ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
১৯ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
২৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৩৭ মিনিট আগে