পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতিকে এক বছর ও সাধারণ সম্পাদককে দুই বছর একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকা এবং উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। হোস্টেলে গণপূর্ত বিভাগের মালামাল সরবরাহ কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের এই শাস্তি দেয় কলেজ কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শাখা ছাত্রলীগ সভাপতির মো. সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলাম।
পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের আওতায় সম্প্রতি ছাত্র ও ছাত্রী হোস্টেলে কাঠের আসবাবপত্র সেটিং ও ফিটিংয়ে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। এতে একাধিকবার ঢাকা থেকে আগত টেকনিশিয়ানরা ফেরত যেতে বাধ্য হন। ছাত্রলীগের চাঁদা দাবির ঘটনায় আসবাব সরবরাহের জন্য সরকারি প্রতিষ্ঠান ঢাকাস্থ গণপূর্ত কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম গত ৯ জুলাই পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলাম বলেন, তাঁরা ষড়যন্ত্রের শিকার। মিথ্যা ও বানোয়াট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একতরফা।
এ ব্যাপারে মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান শাহিন বলেন, ‘গতকাল একাডেমিক কাউন্সিলের সভায় হোস্টেলে মালামাল সরবরাহে বাধা এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। ছাত্রলীগের সভাপতি মো. সাদিককে এক বছর ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলামকে দুই বছর একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা এবং উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে।’

পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতিকে এক বছর ও সাধারণ সম্পাদককে দুই বছর একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকা এবং উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। হোস্টেলে গণপূর্ত বিভাগের মালামাল সরবরাহ কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের এই শাস্তি দেয় কলেজ কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শাখা ছাত্রলীগ সভাপতির মো. সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলাম।
পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের আওতায় সম্প্রতি ছাত্র ও ছাত্রী হোস্টেলে কাঠের আসবাবপত্র সেটিং ও ফিটিংয়ে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। এতে একাধিকবার ঢাকা থেকে আগত টেকনিশিয়ানরা ফেরত যেতে বাধ্য হন। ছাত্রলীগের চাঁদা দাবির ঘটনায় আসবাব সরবরাহের জন্য সরকারি প্রতিষ্ঠান ঢাকাস্থ গণপূর্ত কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম গত ৯ জুলাই পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলাম বলেন, তাঁরা ষড়যন্ত্রের শিকার। মিথ্যা ও বানোয়াট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একতরফা।
এ ব্যাপারে মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান শাহিন বলেন, ‘গতকাল একাডেমিক কাউন্সিলের সভায় হোস্টেলে মালামাল সরবরাহে বাধা এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। ছাত্রলীগের সভাপতি মো. সাদিককে এক বছর ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলামকে দুই বছর একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা এবং উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে।’

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
৯ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে