পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতিকে এক বছর ও সাধারণ সম্পাদককে দুই বছর একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকা এবং উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। হোস্টেলে গণপূর্ত বিভাগের মালামাল সরবরাহ কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের এই শাস্তি দেয় কলেজ কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শাখা ছাত্রলীগ সভাপতির মো. সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলাম।
পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের আওতায় সম্প্রতি ছাত্র ও ছাত্রী হোস্টেলে কাঠের আসবাবপত্র সেটিং ও ফিটিংয়ে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। এতে একাধিকবার ঢাকা থেকে আগত টেকনিশিয়ানরা ফেরত যেতে বাধ্য হন। ছাত্রলীগের চাঁদা দাবির ঘটনায় আসবাব সরবরাহের জন্য সরকারি প্রতিষ্ঠান ঢাকাস্থ গণপূর্ত কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম গত ৯ জুলাই পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলাম বলেন, তাঁরা ষড়যন্ত্রের শিকার। মিথ্যা ও বানোয়াট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একতরফা।
এ ব্যাপারে মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান শাহিন বলেন, ‘গতকাল একাডেমিক কাউন্সিলের সভায় হোস্টেলে মালামাল সরবরাহে বাধা এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। ছাত্রলীগের সভাপতি মো. সাদিককে এক বছর ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলামকে দুই বছর একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা এবং উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে।’

পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতিকে এক বছর ও সাধারণ সম্পাদককে দুই বছর একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকা এবং উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। হোস্টেলে গণপূর্ত বিভাগের মালামাল সরবরাহ কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের এই শাস্তি দেয় কলেজ কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শাখা ছাত্রলীগ সভাপতির মো. সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলাম।
পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের আওতায় সম্প্রতি ছাত্র ও ছাত্রী হোস্টেলে কাঠের আসবাবপত্র সেটিং ও ফিটিংয়ে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। এতে একাধিকবার ঢাকা থেকে আগত টেকনিশিয়ানরা ফেরত যেতে বাধ্য হন। ছাত্রলীগের চাঁদা দাবির ঘটনায় আসবাব সরবরাহের জন্য সরকারি প্রতিষ্ঠান ঢাকাস্থ গণপূর্ত কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম গত ৯ জুলাই পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলাম বলেন, তাঁরা ষড়যন্ত্রের শিকার। মিথ্যা ও বানোয়াট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একতরফা।
এ ব্যাপারে মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান শাহিন বলেন, ‘গতকাল একাডেমিক কাউন্সিলের সভায় হোস্টেলে মালামাল সরবরাহে বাধা এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। ছাত্রলীগের সভাপতি মো. সাদিককে এক বছর ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলামকে দুই বছর একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা এবং উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে।’

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
১৪ মিনিট আগে
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এই আদেশ দেন।
১৮ মিনিট আগে
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবনে প্রাথমিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সংগৃহীত নথিপত্র প্রাথমিক যাচাই শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদকের টিম কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা
১ ঘণ্টা আগে