
বাউফলে এক তরুণীকে (১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রাব্বি (২৩) নামের এক যুবক। এ ঘটনায় বিচার চাইতে গেলে রাব্বির স্বজনরা ওই তরুণীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, রাব্বির পরিবার ওই তরুণীকে মারধর করে অচেতন অবস্থায় বাড়ির উঠানে ফেলে রাখে। আজ শনিবার বিকেলে ওই তরুণীর স্বজনরা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সাহায্য চাইলে পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী তরুণী অভিযোগ করেছেন, তিন বছর আগে প্রতিবেশী মো. রাব্বি (২৩) নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। সর্বশেষ গত এক মাস আগে তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রাব্বি। বিয়ে করতে বললে এড়িয়ে চলার চেষ্টা করে রাব্বি। পরে শুক্রবার সন্ধ্যার দিকে রাব্বির বাড়িতে গিয়ে ধর্ষণের বিষয়টি রাব্বির বাবা-মাকে জানায় এবং বিয়ের দাবিতে ওই ঘরে অবস্থান নেন। এতে ক্ষিপ্ত হয়ে রাব্বির পরিবারের লোকজন ওই তরুণীকে মারধর করে ঘরের বারান্দায় ফেলে রাখে। রাতে ওই বারান্দায় ছিলেন তরুণী। আজ শনিবার সকালে ফের মারধর করে ঘরের সামনে উঠানে ফেলে রাখে। একপর্যায়ে উঠানে অচেতন হয়ে পড়েন থাকেন।
তরুণীর মা অভিযোগ করেছেন, খবর পেয়ে বিকেল বেলা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তিনি আরও বলেন, রাব্বির চাচা স্থানীয় ইউপি সদস্য ও প্রভাবশালী। তিনি এ বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য বলেছেন। বাড়াবাড়ি করলে তাঁর স্বামীকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন। তাঁর মেয়ে সুস্থ হলে এ ঘটনায় তাঁরা আইনের আশ্রয় নেবেন বলে জানান।
এ ঘটনার পর ঘরে তালা লাগিয়ে রাব্বি ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যায়। এ কারণে রাব্বির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে তাঁর চাচা ইউপি সদস্য মো. শাহজাহান মুঠোফোনে বলেন, ‘শুনেছি প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের বয়স কম, ১৮ বছর হয়নি। তাই আমার পক্ষে বিয়ে পড়ানো সম্ভব না। বিয়ে দেওয়ার বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। কিন্তু মেয়ের অভিভাবকেরা তা মানতে চান না। হাত ধরে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। মারধর ও মেরে ফেলার হুমকির অভিযোগ সত্য না।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, ওই তরুণীর লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাউফলে এক তরুণীকে (১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রাব্বি (২৩) নামের এক যুবক। এ ঘটনায় বিচার চাইতে গেলে রাব্বির স্বজনরা ওই তরুণীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, রাব্বির পরিবার ওই তরুণীকে মারধর করে অচেতন অবস্থায় বাড়ির উঠানে ফেলে রাখে। আজ শনিবার বিকেলে ওই তরুণীর স্বজনরা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সাহায্য চাইলে পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী তরুণী অভিযোগ করেছেন, তিন বছর আগে প্রতিবেশী মো. রাব্বি (২৩) নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। সর্বশেষ গত এক মাস আগে তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রাব্বি। বিয়ে করতে বললে এড়িয়ে চলার চেষ্টা করে রাব্বি। পরে শুক্রবার সন্ধ্যার দিকে রাব্বির বাড়িতে গিয়ে ধর্ষণের বিষয়টি রাব্বির বাবা-মাকে জানায় এবং বিয়ের দাবিতে ওই ঘরে অবস্থান নেন। এতে ক্ষিপ্ত হয়ে রাব্বির পরিবারের লোকজন ওই তরুণীকে মারধর করে ঘরের বারান্দায় ফেলে রাখে। রাতে ওই বারান্দায় ছিলেন তরুণী। আজ শনিবার সকালে ফের মারধর করে ঘরের সামনে উঠানে ফেলে রাখে। একপর্যায়ে উঠানে অচেতন হয়ে পড়েন থাকেন।
তরুণীর মা অভিযোগ করেছেন, খবর পেয়ে বিকেল বেলা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তিনি আরও বলেন, রাব্বির চাচা স্থানীয় ইউপি সদস্য ও প্রভাবশালী। তিনি এ বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য বলেছেন। বাড়াবাড়ি করলে তাঁর স্বামীকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন। তাঁর মেয়ে সুস্থ হলে এ ঘটনায় তাঁরা আইনের আশ্রয় নেবেন বলে জানান।
এ ঘটনার পর ঘরে তালা লাগিয়ে রাব্বি ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যায়। এ কারণে রাব্বির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে তাঁর চাচা ইউপি সদস্য মো. শাহজাহান মুঠোফোনে বলেন, ‘শুনেছি প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের বয়স কম, ১৮ বছর হয়নি। তাই আমার পক্ষে বিয়ে পড়ানো সম্ভব না। বিয়ে দেওয়ার বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। কিন্তু মেয়ের অভিভাবকেরা তা মানতে চান না। হাত ধরে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। মারধর ও মেরে ফেলার হুমকির অভিযোগ সত্য না।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, ওই তরুণীর লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৬ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৬ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে