পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে উত্তাপের সৃষ্টি হয়েছে ওই ইউনিয়ন। সদ্য ঘোষিত কমিটি বিএনপি জামাত সমন্বয়ে গঠিত বলে দাবি পদ বঞ্চিতদের। কমিটি বাতিলের দাবিতে একের পর এক বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধ, সংবাদ সম্মেলন ও হরতালের ডাক দিয়েছে পদ বঞ্চিতরা।
আজ মঙ্গলবার বিকেলে মুরাদিয়া ইউনিয়ন পরিষদ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোর্ড অফিস বাজার সংলগ্ন মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। এদিকে মহাসড়ক অবরোধের কারণে দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে ও আগামীকাল অর্ধ দিন ওই ইউনিয়ন জুড়ে হরতাল। এই পকেট কমিটি বাতিল না হলে সামনের দিনে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান বক্তারা।
এ ছাড়া গতকাল সোমবার বিকেলেও বিক্ষোভ মিছিল সমাবেশ ও সদ্য ঘোষিত বিতর্কিত কমিটি গঠন প্রক্রিয়া অগঠনতান্ত্রিক উল্লেখ করে তা স্থগিতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা আ. লীগের একাংশের নেতারা।
জানা যায়, সোমবার সকালে উপজেলা আ. লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের স্বাক্ষরে ওই ইউনিয়নে সৈয়দ ফজলুল হককে আহ্বায়ক ও ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৬৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিতর্কিত কমিটি আপলোডের সঙ্গে সঙ্গেই প্রতিবাদের ঝড় ওঠে।
উপজেলা মহিলা আ. লীগের সাধারণ সম্পাদক মোছা জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘মুরাদিয়া ইউনিয়নে আ. লীগে একটি কমিটি বহাল ছিল হঠাৎ করে উপজেলা আ. লীগ ৬৯ বিশিষ্ট একটি কমিটি দিয়েছে যাতে জামায়াত বিএনপি ও নৌকা বিরোধীরা রয়েছে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা উপজেলা ও কেন্দ্রীয় আ. লীগকে অনুলিপি দিয়েছি। এ কমিটি বাতিল না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ও আগামীকাল অর্ধদিবস আমাদের ইউনিয়নে হরতাল পালন করা হবে।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।
এদিকে জেলা আ. লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘উপজেলা আ. লীগের সাংগঠনিক ইখতিয়ার আছে ইউনিয়নে কমিটি দেওয়ার । কমিটিতে যদি কোনো ঝামেলা থাকে আমাদের কাছে অভিযোগ করলে আমরা অবশ্যই দেখব। কিন্তু এভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে অশান্ত পরিবেশ সৃষ্টি না করার জন্য অনুরোধ করছি। আমরা এ বিষয়টি দেখছি।’

পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে উত্তাপের সৃষ্টি হয়েছে ওই ইউনিয়ন। সদ্য ঘোষিত কমিটি বিএনপি জামাত সমন্বয়ে গঠিত বলে দাবি পদ বঞ্চিতদের। কমিটি বাতিলের দাবিতে একের পর এক বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধ, সংবাদ সম্মেলন ও হরতালের ডাক দিয়েছে পদ বঞ্চিতরা।
আজ মঙ্গলবার বিকেলে মুরাদিয়া ইউনিয়ন পরিষদ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোর্ড অফিস বাজার সংলগ্ন মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। এদিকে মহাসড়ক অবরোধের কারণে দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে ও আগামীকাল অর্ধ দিন ওই ইউনিয়ন জুড়ে হরতাল। এই পকেট কমিটি বাতিল না হলে সামনের দিনে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান বক্তারা।
এ ছাড়া গতকাল সোমবার বিকেলেও বিক্ষোভ মিছিল সমাবেশ ও সদ্য ঘোষিত বিতর্কিত কমিটি গঠন প্রক্রিয়া অগঠনতান্ত্রিক উল্লেখ করে তা স্থগিতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা আ. লীগের একাংশের নেতারা।
জানা যায়, সোমবার সকালে উপজেলা আ. লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের স্বাক্ষরে ওই ইউনিয়নে সৈয়দ ফজলুল হককে আহ্বায়ক ও ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৬৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিতর্কিত কমিটি আপলোডের সঙ্গে সঙ্গেই প্রতিবাদের ঝড় ওঠে।
উপজেলা মহিলা আ. লীগের সাধারণ সম্পাদক মোছা জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘মুরাদিয়া ইউনিয়নে আ. লীগে একটি কমিটি বহাল ছিল হঠাৎ করে উপজেলা আ. লীগ ৬৯ বিশিষ্ট একটি কমিটি দিয়েছে যাতে জামায়াত বিএনপি ও নৌকা বিরোধীরা রয়েছে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা উপজেলা ও কেন্দ্রীয় আ. লীগকে অনুলিপি দিয়েছি। এ কমিটি বাতিল না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ও আগামীকাল অর্ধদিবস আমাদের ইউনিয়নে হরতাল পালন করা হবে।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।
এদিকে জেলা আ. লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘উপজেলা আ. লীগের সাংগঠনিক ইখতিয়ার আছে ইউনিয়নে কমিটি দেওয়ার । কমিটিতে যদি কোনো ঝামেলা থাকে আমাদের কাছে অভিযোগ করলে আমরা অবশ্যই দেখব। কিন্তু এভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে অশান্ত পরিবেশ সৃষ্টি না করার জন্য অনুরোধ করছি। আমরা এ বিষয়টি দেখছি।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে