পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ‘হিট স্ট্রোকে’ হাসান আলী (৪০) নামে এক ব্যক্তির মারা গেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
হাসান আলী পেশায় একজন প্রাইভেট কারচালক। তিনি দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলীপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর বাবার নাম হাশেম আলীর।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে কালীগঞ্জ বাজারসংলগ্ন সুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের পুকুরপাড়ে প্রাইভেট কার ধোয়ার জন্য কার নিয়ে যান আহসান আলী। সেখানে গাড়ি পরিষ্কার করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকালে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুরাইয়া সালেহা মৌ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আহসান আলীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তাঁর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।’
দেবীডুবা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় বলেন, ‘গতকাল সন্ধ্যায় আহসান আলী নামে এক ড্রাইভার হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আজকে সকালে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।’

পঞ্চগড়ে ‘হিট স্ট্রোকে’ হাসান আলী (৪০) নামে এক ব্যক্তির মারা গেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
হাসান আলী পেশায় একজন প্রাইভেট কারচালক। তিনি দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলীপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর বাবার নাম হাশেম আলীর।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে কালীগঞ্জ বাজারসংলগ্ন সুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের পুকুরপাড়ে প্রাইভেট কার ধোয়ার জন্য কার নিয়ে যান আহসান আলী। সেখানে গাড়ি পরিষ্কার করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকালে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুরাইয়া সালেহা মৌ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আহসান আলীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তাঁর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।’
দেবীডুবা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় বলেন, ‘গতকাল সন্ধ্যায় আহসান আলী নামে এক ড্রাইভার হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আজকে সকালে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।’

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১২ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৭ মিনিট আগে