পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে মহাসড়কের একপাশে পড়ে থাকা দুই মোটরসাইকেল আরোহীর প্রায় মস্তকবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পঞ্চগড় সদর উপজেলার সাড়ে নয়মাইল এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মোটরসাইকেলসহ প্রায় মস্তকবিহীন মরদেহ দুটি অল্প দূরে আলাদাভাবে বেশ কিছু সময় পড়ে ছিল বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, ট্রাক বা কোনো গাড়ির চাপায় তাৎক্ষণিক মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন বলে স্থানীয়দের ধারণা। তবে কীভাবে এমন দুর্ঘটনা ঘটেছে তা স্থানীয়দের কেউ জানাতে পারেননি।
উদ্ধার মরদেহ দুটির একজন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামের জনাব আলীর ছেলে শরিফুল ইসলামের (২৭) এবং আরেকটি মরদেহ একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে শেখ ফরিদের (২৬)। শরিফুল ও ফরিদ একে অপরের প্রতিবেশী চাচা-ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিহত শেখ ফরিদ প্রতিবেশী ভাতিজা শরিফুলকে নিয়ে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের তিন মাইল এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। রাত প্রায় ৯টায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলসহ নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধারের কিছুক্ষণ আগে থেকে মরদেহ দুটি মহাসড়কের একপাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট করে এবং স্বজনদের কাছে হস্তান্তর করে।
স্থানীয় শাহিরুল ইসলাম (৩০) বলেন, সম্ভবত মোটরসাইকেলটি বা দুর্ঘটনা সংঘটনকারী গাড়িটি বেশ গতিতে ছিল। নয়তো এভাবে দুজনের মরদেহ মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে থাকত না।
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, মাথা প্রায় বিচ্ছিন্ন থাকায় নিহত দুজনকে চেনা যাচ্ছিল না। মোটরসাইকেল দেখেই তাদের পরিচয় জানা যায় এবং এটা সড়ক দুর্ঘটনা বলে মনে হয়েছে। তবে দুর্ঘটনা কীভাবে ঘটেছে, স্থানীয়দের কেউ তা বলতে পারছেন না।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শনিবার সকালে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার ও মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। নিহতদের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পঞ্চগড়ে মহাসড়কের একপাশে পড়ে থাকা দুই মোটরসাইকেল আরোহীর প্রায় মস্তকবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পঞ্চগড় সদর উপজেলার সাড়ে নয়মাইল এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মোটরসাইকেলসহ প্রায় মস্তকবিহীন মরদেহ দুটি অল্প দূরে আলাদাভাবে বেশ কিছু সময় পড়ে ছিল বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, ট্রাক বা কোনো গাড়ির চাপায় তাৎক্ষণিক মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন বলে স্থানীয়দের ধারণা। তবে কীভাবে এমন দুর্ঘটনা ঘটেছে তা স্থানীয়দের কেউ জানাতে পারেননি।
উদ্ধার মরদেহ দুটির একজন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামের জনাব আলীর ছেলে শরিফুল ইসলামের (২৭) এবং আরেকটি মরদেহ একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে শেখ ফরিদের (২৬)। শরিফুল ও ফরিদ একে অপরের প্রতিবেশী চাচা-ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিহত শেখ ফরিদ প্রতিবেশী ভাতিজা শরিফুলকে নিয়ে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের তিন মাইল এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। রাত প্রায় ৯টায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলসহ নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধারের কিছুক্ষণ আগে থেকে মরদেহ দুটি মহাসড়কের একপাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট করে এবং স্বজনদের কাছে হস্তান্তর করে।
স্থানীয় শাহিরুল ইসলাম (৩০) বলেন, সম্ভবত মোটরসাইকেলটি বা দুর্ঘটনা সংঘটনকারী গাড়িটি বেশ গতিতে ছিল। নয়তো এভাবে দুজনের মরদেহ মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে থাকত না।
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, মাথা প্রায় বিচ্ছিন্ন থাকায় নিহত দুজনকে চেনা যাচ্ছিল না। মোটরসাইকেল দেখেই তাদের পরিচয় জানা যায় এবং এটা সড়ক দুর্ঘটনা বলে মনে হয়েছে। তবে দুর্ঘটনা কীভাবে ঘটেছে, স্থানীয়দের কেউ তা বলতে পারছেন না।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শনিবার সকালে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার ও মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। নিহতদের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে