ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষকে এক করবার জন্য আজ বুধবার এক সমন্বয় সভা হওয়ার কথা ছিল। এ সভা পুলিশের অনুরোধে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি। তবে ঈশ্বরদী থানা-পুলিশ বলেছে, তাঁদের পক্ষ থেকে সভা স্থগিতের জন্য কাউকে অনুরোধ করা হয়নি।
আজ বুধবার বিকেলে শহরের উপজেলা সড়কের গ্রিন জুয়েলস কিন্ডারগার্টেন স্কুলমাঠে এ সভা হওয়ার কথা ছিল। কিন্তু বেলা চারটার দিকে ঈশ্বরদী শহরের রেলগেটে সাবেক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর ব্যক্তিগত কার্যালয়ে সামনে উপজেলা বিএনপির পক্ষ থেকে সমন্বয় সভা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচির নিরাপত্তার জন্য বেলা তিনটার দিকে পুলিশ সভাস্থলে এসে আপাতত এ কর্মসূচি বন্ধ রাখার জন্য অনুরোধ করে। ফলে এ অনুরোধ মেনে নেন তাঁরা। এ সময় ভবিষ্যতে আরও বড় করে এ সমন্বয় সভা করা হবে বলেও জানান বিএনপি নেতারা।
ঈশ্বরদী পৌর ও উপজেলা বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয় সভার ব্যানারে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন ও দলীয় কর্তৃত্বসহ নানা বিষয় নিয়ে দীর্ঘ ১৪ বছর ধরে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের সঙ্গে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর মধ্যে কোন্দল চলে আসছে।
বর্তমানে জাকারিয়া পিন্টু ১৯৯৪ সালে ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলা ও গুলিবর্ষণ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। তিনি কারাগারে থাকলেও ঈশ্বরদীতে দুই পক্ষের দ্বন্দ্ব থেমে নেই। এ অবস্থায় তারেক রহমানের নির্দেশে দুই পক্ষকে এক করবার জন্য এ সমন্বয় সভার উদ্যোগ নিয়েছিল জেলা বিএনপি।
বিএনপি ও অঙ্গসংগঠন সংগঠনের কয়েকজন নেতা–কর্মী আজকের পত্রিকাকে জানান, সমন্বয় প্রস্তুতি হিসেবে তাঁরা সমস্ত আয়োজন সম্পন্ন করেন। কিন্তু দুপুর সাড়ে তিনটার আগেই অনুষ্ঠানস্থলে পুলিশের পক্ষ থেকে সভা স্থগিতের জন্য অনুরোধ করা হয়। কারণ হিসেবে পুলিশ আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচির নিরাপত্তার কথা জানায়।
ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন ছিল। যেহেতু পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথাটি আমাদের বলেছে। এ জন্য আমরা পুলিশকে সম্মান দেখিয়েছি।’
এদিকে কর্মসূচি স্থগিত করার পর শহরের রেলগেটে পথসভায় বক্তব্য দেওয়ার সময় হাবিবুর রহমান হাবিব বলেন, ‘পুলিশের কারণে আমরা কর্মসূচি স্থগিত করেছি। তবে ভবিষ্যতে বৃহৎ পরিসরে ঈশ্বরদীতে বিএনপির সমন্বয় সভা হবে। কোনো শক্তি ঈশ্বরদীতে বিএনপিকে পরাজিত করতে পারবে না। আমরা এই লক্ষ্য নিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রাম আরও জোরদার করব।’
এ সময় পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফজলুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদি হাসান বিএনপি নেতা শামসুজ্জোহা পিপ্পুসহ দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘কোনো কর্মসূচি বন্ধ বা স্থগিত রাখার জন্য আমরা কাউকে অনুরোধ করিনি। শহরের নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা স্কুলমাঠে দায়িত্ব পালন করছি।’

পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষকে এক করবার জন্য আজ বুধবার এক সমন্বয় সভা হওয়ার কথা ছিল। এ সভা পুলিশের অনুরোধে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি। তবে ঈশ্বরদী থানা-পুলিশ বলেছে, তাঁদের পক্ষ থেকে সভা স্থগিতের জন্য কাউকে অনুরোধ করা হয়নি।
আজ বুধবার বিকেলে শহরের উপজেলা সড়কের গ্রিন জুয়েলস কিন্ডারগার্টেন স্কুলমাঠে এ সভা হওয়ার কথা ছিল। কিন্তু বেলা চারটার দিকে ঈশ্বরদী শহরের রেলগেটে সাবেক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর ব্যক্তিগত কার্যালয়ে সামনে উপজেলা বিএনপির পক্ষ থেকে সমন্বয় সভা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচির নিরাপত্তার জন্য বেলা তিনটার দিকে পুলিশ সভাস্থলে এসে আপাতত এ কর্মসূচি বন্ধ রাখার জন্য অনুরোধ করে। ফলে এ অনুরোধ মেনে নেন তাঁরা। এ সময় ভবিষ্যতে আরও বড় করে এ সমন্বয় সভা করা হবে বলেও জানান বিএনপি নেতারা।
ঈশ্বরদী পৌর ও উপজেলা বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয় সভার ব্যানারে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন ও দলীয় কর্তৃত্বসহ নানা বিষয় নিয়ে দীর্ঘ ১৪ বছর ধরে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের সঙ্গে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর মধ্যে কোন্দল চলে আসছে।
বর্তমানে জাকারিয়া পিন্টু ১৯৯৪ সালে ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলা ও গুলিবর্ষণ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। তিনি কারাগারে থাকলেও ঈশ্বরদীতে দুই পক্ষের দ্বন্দ্ব থেমে নেই। এ অবস্থায় তারেক রহমানের নির্দেশে দুই পক্ষকে এক করবার জন্য এ সমন্বয় সভার উদ্যোগ নিয়েছিল জেলা বিএনপি।
বিএনপি ও অঙ্গসংগঠন সংগঠনের কয়েকজন নেতা–কর্মী আজকের পত্রিকাকে জানান, সমন্বয় প্রস্তুতি হিসেবে তাঁরা সমস্ত আয়োজন সম্পন্ন করেন। কিন্তু দুপুর সাড়ে তিনটার আগেই অনুষ্ঠানস্থলে পুলিশের পক্ষ থেকে সভা স্থগিতের জন্য অনুরোধ করা হয়। কারণ হিসেবে পুলিশ আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচির নিরাপত্তার কথা জানায়।
ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন ছিল। যেহেতু পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথাটি আমাদের বলেছে। এ জন্য আমরা পুলিশকে সম্মান দেখিয়েছি।’
এদিকে কর্মসূচি স্থগিত করার পর শহরের রেলগেটে পথসভায় বক্তব্য দেওয়ার সময় হাবিবুর রহমান হাবিব বলেন, ‘পুলিশের কারণে আমরা কর্মসূচি স্থগিত করেছি। তবে ভবিষ্যতে বৃহৎ পরিসরে ঈশ্বরদীতে বিএনপির সমন্বয় সভা হবে। কোনো শক্তি ঈশ্বরদীতে বিএনপিকে পরাজিত করতে পারবে না। আমরা এই লক্ষ্য নিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রাম আরও জোরদার করব।’
এ সময় পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফজলুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদি হাসান বিএনপি নেতা শামসুজ্জোহা পিপ্পুসহ দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘কোনো কর্মসূচি বন্ধ বা স্থগিত রাখার জন্য আমরা কাউকে অনুরোধ করিনি। শহরের নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা স্কুলমাঠে দায়িত্ব পালন করছি।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে