ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম রহমানের (২১) ওপর হামলা ও তাঁকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেটসংলগ্ন একটি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম হোসেন শহরের পূর্বটেংরী এলাকার আব্দুস সালাম ডালুর ছেলে এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার দুপুরে ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
হামলার পরপরই গতকাল রাতে ফেসবুক আইডিতে আহত ইব্রাহিম রহমান জানান, বন্ধু শান্তকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরকারি কলেজ গেটসংলগ্ন সড়কের পাশে একটি চায়ের দোকানে যান চা খেতে। এ সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঈশ্বরদী পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাকিল হোসেন ও রিফাত হোসেনসহ আরও কয়েকজন লোহার পাইপ ও চাপাতি দিয়ে হামলা চালান। এ সময় পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করেন। কিন্তু দোকানদারেরা বাধা দিলে তাঁরা চলে যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তাঁরা জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালান। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও বলেন, হামলার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের ধরতে পুলিশ কাজ করছে।

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম রহমানের (২১) ওপর হামলা ও তাঁকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেটসংলগ্ন একটি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম হোসেন শহরের পূর্বটেংরী এলাকার আব্দুস সালাম ডালুর ছেলে এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার দুপুরে ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
হামলার পরপরই গতকাল রাতে ফেসবুক আইডিতে আহত ইব্রাহিম রহমান জানান, বন্ধু শান্তকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরকারি কলেজ গেটসংলগ্ন সড়কের পাশে একটি চায়ের দোকানে যান চা খেতে। এ সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঈশ্বরদী পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাকিল হোসেন ও রিফাত হোসেনসহ আরও কয়েকজন লোহার পাইপ ও চাপাতি দিয়ে হামলা চালান। এ সময় পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করেন। কিন্তু দোকানদারেরা বাধা দিলে তাঁরা চলে যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তাঁরা জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালান। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও বলেন, হামলার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের ধরতে পুলিশ কাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে