Ajker Patrika

নদীর পানি প্রবাহে বাধা, চাটমোহরে সোঁতি বাঁধ অপসারণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 
নদীর পানি প্রবাহে বাধা, চাটমোহরে সোঁতি বাঁধ অপসারণ
চিকনাই নদীর সোঁতি বাঁধ অপসারণ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে চিকনাই নদীর কাঠগড়া এলাকা থেকে অবৈধ সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম। এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. মতিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিকনাই নদীতে একাধিক সোঁতি বাঁধ স্থাপন করেন একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা। নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাধা প্রদান ও নদীকে সংকুচিত করে অবৈধভাবে বাঁশ-বেড়ার অবকাঠামো দিয়ে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সেখানে মাছ শিকার করত। সেগুলো অপসারণ করা জরুরি ছিল।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন বলেন, শুক্রবার ভ্রাম্যমাণ আদালত চিকনাই নদীর কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা অপসারণ করেন। এ সময় স্থাপনকারীরা নিজেরাই স্থাপনা ভেঙে ফেলেন। এ বিষয়ে অভিযান চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত