পাবনা প্রতিনিধি

ভোটের এক দিন আগে পাবনার সুজানগরে ২২ লাখ টাকাসহ আটক চেয়ারম্যানপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শাহিনুজ্জামান শাহীনকে ছেড়ে দিয়েছে র্যাব। আটকের ১২ ঘণ্টার মাথায় আজ মঙ্গলবার দুপুরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে আটক ১১ জনকেও ছেড়ে দেওয়া হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আটকের পর আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছি। যেই টাকা জব্দ করা হয়েছিল সেটি নির্বাচনী ব্যয়ের সীমার মধ্যেই ছিল। জব্দ করা টাকা ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং শাহিনসহ সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিষয়টি আরও তদন্ত করে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে সোমবার রাত ১২টার দিকে উপজেলার চর ভবানীপুর মুজিব বাঁধ থেকে ব্যাগভর্তি টাকাসহ তাঁদের আটক করে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। পরে ভোর সাড়ে ৩টার দিকে র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওই সময় মেজর মো. এহতেশামুল হক খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের অংশ হিসেবে টহলরত অবস্থায় শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করা হয়েছে। এ সময় শাহিনের কাছ থেকে ব্যাগভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। টাকাগুলো নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছিল বলে শাহিনুজ্জামান শাহীন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আটকদের ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে, তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
ছাড়া পাওয়ার পর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন বলেন, ‘আমরা নির্বাচনী সব ব্যয় পরিশোধের জন্য টাকাগুলো আনা হচ্ছিল। এটা কোনো অসৎ উপায়ের জন্য ব্যবহার হচ্ছিল না। সম্পূর্ণ বৈধ টাকা। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমার বিজয় ঠেকাতে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা শুরু থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আজকের ঘটনা তারই বহিঃপ্রকাশ।’
এদিকে আজ (মঙ্গলবার) ভোর থেকে শাহিনুজ্জামান শাহীনের কর্মী-সমর্থকেরা সুজানগর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। ছাড়া পাওয়ার আগমুহূর্ত পর্যন্ত নেতা-কর্মীরা থানার সামনে সুজানগর বাজারের প্রধান সড়ক অবরোধ করে রাখেন।
কাল ৮ মে সুজানগর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে আনারস প্রতীকের শাহীনুজ্জামান শাহীনের সঙ্গে একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব (মোটরসাইকেল)।

ভোটের এক দিন আগে পাবনার সুজানগরে ২২ লাখ টাকাসহ আটক চেয়ারম্যানপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শাহিনুজ্জামান শাহীনকে ছেড়ে দিয়েছে র্যাব। আটকের ১২ ঘণ্টার মাথায় আজ মঙ্গলবার দুপুরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে আটক ১১ জনকেও ছেড়ে দেওয়া হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আটকের পর আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছি। যেই টাকা জব্দ করা হয়েছিল সেটি নির্বাচনী ব্যয়ের সীমার মধ্যেই ছিল। জব্দ করা টাকা ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং শাহিনসহ সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিষয়টি আরও তদন্ত করে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে সোমবার রাত ১২টার দিকে উপজেলার চর ভবানীপুর মুজিব বাঁধ থেকে ব্যাগভর্তি টাকাসহ তাঁদের আটক করে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। পরে ভোর সাড়ে ৩টার দিকে র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওই সময় মেজর মো. এহতেশামুল হক খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের অংশ হিসেবে টহলরত অবস্থায় শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করা হয়েছে। এ সময় শাহিনের কাছ থেকে ব্যাগভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। টাকাগুলো নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছিল বলে শাহিনুজ্জামান শাহীন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আটকদের ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে, তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
ছাড়া পাওয়ার পর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন বলেন, ‘আমরা নির্বাচনী সব ব্যয় পরিশোধের জন্য টাকাগুলো আনা হচ্ছিল। এটা কোনো অসৎ উপায়ের জন্য ব্যবহার হচ্ছিল না। সম্পূর্ণ বৈধ টাকা। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমার বিজয় ঠেকাতে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা শুরু থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আজকের ঘটনা তারই বহিঃপ্রকাশ।’
এদিকে আজ (মঙ্গলবার) ভোর থেকে শাহিনুজ্জামান শাহীনের কর্মী-সমর্থকেরা সুজানগর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। ছাড়া পাওয়ার আগমুহূর্ত পর্যন্ত নেতা-কর্মীরা থানার সামনে সুজানগর বাজারের প্রধান সড়ক অবরোধ করে রাখেন।
কাল ৮ মে সুজানগর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে আনারস প্রতীকের শাহীনুজ্জামান শাহীনের সঙ্গে একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব (মোটরসাইকেল)।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে