পাবনা প্রতিনিধি

পাবনায় গৃহবধূ হামিদা বেগম হত্যা মামলায় তাঁর স্বামী তেজেম মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তানবির আহমেদ এ রায় প্রদান করেন। একই সঙ্গে রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তেজেম মোল্লা পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামের মৃত বাজর উদ্দিনের ছেলে। গৃহবধূ হামিদা বেগমের বাড়িও একই গ্রামে।
মামলা সূত্র জানা গেছে, ঘটনার ২০-২২ বছর আগে তেজেম মোল্লার সঙ্গে বিয়ে হয় হামিদা বেগমের। বিয়ের পর তাঁদের ঘরে দুটি সন্তান জন্মগ্রহণ করে। এরই মধ্যে তাঁদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ২০২১ সালের ১৬ নভেম্বর ভোরে এই কলহের জেরে তেজেম মোল্লা স্ত্রী হামিদা বেগমকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে এবং উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় হামিদার মা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০২৩ সালের ২৩ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।
পাবনার পিপি অ্যাডভোকেট গোলাম সরয়ার খান জুয়েল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ মামলায় মোট ২৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। আদালতের বিচারক ফাঁসির রায় ঘোষণা করেছেন।’
মামলায় সরকারপক্ষে ছিলেন এপিপি আশরাফুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।

পাবনায় গৃহবধূ হামিদা বেগম হত্যা মামলায় তাঁর স্বামী তেজেম মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তানবির আহমেদ এ রায় প্রদান করেন। একই সঙ্গে রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তেজেম মোল্লা পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামের মৃত বাজর উদ্দিনের ছেলে। গৃহবধূ হামিদা বেগমের বাড়িও একই গ্রামে।
মামলা সূত্র জানা গেছে, ঘটনার ২০-২২ বছর আগে তেজেম মোল্লার সঙ্গে বিয়ে হয় হামিদা বেগমের। বিয়ের পর তাঁদের ঘরে দুটি সন্তান জন্মগ্রহণ করে। এরই মধ্যে তাঁদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ২০২১ সালের ১৬ নভেম্বর ভোরে এই কলহের জেরে তেজেম মোল্লা স্ত্রী হামিদা বেগমকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে এবং উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় হামিদার মা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০২৩ সালের ২৩ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।
পাবনার পিপি অ্যাডভোকেট গোলাম সরয়ার খান জুয়েল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ মামলায় মোট ২৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। আদালতের বিচারক ফাঁসির রায় ঘোষণা করেছেন।’
মামলায় সরকারপক্ষে ছিলেন এপিপি আশরাফুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
১১ মিনিট আগে
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এই আদেশ দেন।
১৪ মিনিট আগে
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবনে প্রাথমিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সংগৃহীত নথিপত্র প্রাথমিক যাচাই শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদকের টিম কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা
৪১ মিনিট আগে