চাটমোহর (পাবনা) প্রতিনিধি

নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হলো না শ্রমিক লীগ নেতা নায়েব আলীর (৪৮)। নদীর মাঝখান থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নায়েব আলী নিমাইচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি। তিনি নিমাইচড়া গ্রামের নজের আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন নায়েব আলী। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দেখে নায়েব আলী গুমানী নদীতে ঝাঁপ দেন। একপর্যায়ে নদীর মাঝখান থেকে তাঁকে ধরতে সক্ষম হয় পুলিশ। তিনি চাটমোহর থানায় করা বিস্ফোরক মামলার অন্যতম আসামি।
হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই তাহের আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নায়েব আলীকে নদীর মাঝখানে দেখতে পাই। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।’
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই শ্রমিক লীগ নেতা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল তদন্তকেন্দ্রের পুলিশের সহায়তায় চাটমোহর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আইনিপ্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হলো না শ্রমিক লীগ নেতা নায়েব আলীর (৪৮)। নদীর মাঝখান থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নায়েব আলী নিমাইচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি। তিনি নিমাইচড়া গ্রামের নজের আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন নায়েব আলী। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দেখে নায়েব আলী গুমানী নদীতে ঝাঁপ দেন। একপর্যায়ে নদীর মাঝখান থেকে তাঁকে ধরতে সক্ষম হয় পুলিশ। তিনি চাটমোহর থানায় করা বিস্ফোরক মামলার অন্যতম আসামি।
হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই তাহের আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নায়েব আলীকে নদীর মাঝখানে দেখতে পাই। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।’
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই শ্রমিক লীগ নেতা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল তদন্তকেন্দ্রের পুলিশের সহায়তায় চাটমোহর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আইনিপ্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১১ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
২৩ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে