Ajker Patrika

গ্রেপ্তার এড়াতে শ্রমিক লীগ নেতার নদীতে ঝাঁপ, অতঃপর...

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 
গ্রেপ্তার এড়াতে গুমানী নদীতে ঝাঁপ দেন শ্রমিক লীগ নেতা নায়েব আলী। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার এড়াতে গুমানী নদীতে ঝাঁপ দেন শ্রমিক লীগ নেতা নায়েব আলী। ছবি: আজকের পত্রিকা

নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হলো না শ্রমিক লীগ নেতা নায়েব আলীর (৪৮)। নদীর মাঝখান থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নায়েব আলী নিমাইচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি। তিনি নিমাইচড়া গ্রামের নজের আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন নায়েব আলী। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দেখে নায়েব আলী গুমানী নদীতে ঝাঁপ দেন। একপর্যায়ে নদীর মাঝখান থেকে তাঁকে ধরতে সক্ষম হয় পুলিশ। তিনি চাটমোহর থানায় করা বিস্ফোরক মামলার অন্যতম আসামি।

হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই তাহের আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নায়েব আলীকে নদীর মাঝখানে দেখতে পাই। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই শ্রমিক লীগ নেতা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল তদন্তকেন্দ্রের পুলিশের সহায়তায় চাটমোহর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আইনিপ্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত