পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সঙ্গে জরুরি আলোচনা ও বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১ (১২) অনুযায়ী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড (সব ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন ও পেশাজীবী সংগঠন) বন্ধ করা হলো। অর্থাৎ রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হলো।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম বলেন, ‘এমন সিদ্ধান্তের জন্য আমরা ভিসি ম্যামকে ধন্যবাদ জানাই। তিনি সাধারণ শিক্ষার্থীদের মনের কথা বুঝতে পেরেছেন।’
তিনি আরও বলেন, ‘গত রোববার (১২ আগস্ট) দুপুরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। তার মধ্যে ভিসি ম্যাম দু’টি দাবি পূরণ করেছেন। বাকি দাবিগুলোও বাস্তবায়নের জন্য তিনি আশ্বাস দিয়েছেন। আশা করি, রাজনীতিমুক্ত সুস্থ একটা ক্যাম্পাস আমরা গড়ে তুলতে পারব।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে অফিস আদেশও জারি করা হয়েছে।’

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সঙ্গে জরুরি আলোচনা ও বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১ (১২) অনুযায়ী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড (সব ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন ও পেশাজীবী সংগঠন) বন্ধ করা হলো। অর্থাৎ রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হলো।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম বলেন, ‘এমন সিদ্ধান্তের জন্য আমরা ভিসি ম্যামকে ধন্যবাদ জানাই। তিনি সাধারণ শিক্ষার্থীদের মনের কথা বুঝতে পেরেছেন।’
তিনি আরও বলেন, ‘গত রোববার (১২ আগস্ট) দুপুরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। তার মধ্যে ভিসি ম্যাম দু’টি দাবি পূরণ করেছেন। বাকি দাবিগুলোও বাস্তবায়নের জন্য তিনি আশ্বাস দিয়েছেন। আশা করি, রাজনীতিমুক্ত সুস্থ একটা ক্যাম্পাস আমরা গড়ে তুলতে পারব।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে অফিস আদেশও জারি করা হয়েছে।’

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৯ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩৬ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৩৯ মিনিট আগে